কেন খেলছেন না রানা, মাহমুদউল্লাহ
Published: 20th, February 2025 GMT
ম্যাচের আগের দিন নাজমুল হোসেনের ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই ছিল নাহিদ রানাকে নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের বেশির ভাগ প্রশ্নই ছিল বাংলাদেশ দলের এই পেসারকে কেন্দ্র করে। অথচ আজ একাদশে নেই সেই রানাই! দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এই ম্যাচের দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহর না থাকাটাও বিস্মিত করেছে অনেককে।
খেলা শুরু হওয়ার পর দল সূত্রে জানা গেছে দুজনের না থাকার কারণ। নাহিদ রানার না খেলার কারণ হিসেবে কাউকে দলের বাইরে রাখার চিরন্তন নিরাপদ কারণের কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানা খেলছেন না ‘টিম কম্বিনেশনের কারণে’।
আর দুবাইয়ে এসে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে চোট পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে তিনিও খেলছেন না।
কাল সংবাদ সম্মেলনে প্রায় অর্ধেক প্রশ্নে নাহিদ রানা মিশে থাকলেও আজ তাঁর না খেলার একটা কিন্তু আভাস ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুলের কথায়। একাধিক প্রশ্নের উত্তরের শুরুতে তিনি বলেছিলেন, ‘কাল যদি ও খেলে…।’ তাঁর এমন কথার সূত্র ধরে পরে টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, আজ রানার খেলা নিয়ে কোনো সংশয় আছে কি না। কিন্তু টিম ম্যানেজমেন্ট তখন রানা এই ম্যাচের জন্য বিবেচনায় আছেন বলেই জানিয়েছে। আইসিসি একাডেমি মাঠের অনুশীলনে কিছুক্ষণ বোলিংও করেছিলেন রানা।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টানা ম্যাচ খেলেছেন নাহিদ রানা। শেষ দিকে তাঁর বলের গতিও কমে এসেছিল বেশ খানিকটা। টানা ম্যাচ খেলে রানা ক্লান্ত হয়ে পড়েছেন কি না, এমন প্রশ্ন উঠেছিল তখনই। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ও গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর একাদশে না থাকাটা আবারও তুলে দিচ্ছে সে প্রশ্ন। যদিও দল থেকে বলা হয়েছে, টিম কম্বিনেশনের কারণেই নাকি একাদশে নেই তিনি।
আরও পড়ুনঅক্ষরের দুই বলে ফিরলেন তানজিদ ও মুশফিক১ ঘণ্টা আগেনাহিদ রানা না থাকলেও বাংলাদেশ খেলছে তিন পেসার নিয়েই। একাদশে আছেন তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। যার অর্থ, এই ম্যাচে পেসার হিসেবে এই তিনজনকে নাহিদ রানার চেয়ে শ্রেয়তর মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।
আরও পড়ুনটানা ১১ ওয়ানডেতে টস হেরে ভারতের রেকর্ড৫১ সেকেন্ড আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)
আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২
আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩
নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫