টসের কয়েনটা মাটিতে পড়ার পর রোহিত শর্মা কী আর ফলের জন্য অপেক্ষা করেন? না করলেও তো হয়। ভারতের অধিনায়ক রোহিতের টসের ফল তো জানাই। প্রশ্ন করতে পারেন, টসের ফল রোহিত আগে থেকে কীভাবে জানেন?

ভারতের এই দলটা যে আসলে টস জিততেই জানে না! আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের টস হারটি ওয়ানডেতে তাদের টানা ১১তম। যা ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ। ভারতের সঙ্গে রেকর্ডটিতে যৌথ মালিকানা নেদারল্যান্ডসের।

টস-ভাগ্য যে ভারতের অধিনায়কদের মধ্যে যে শুধু রোহিতেরই খারাপ, তা নয়। লোকেশ রাহুলও এর মধ্যে তিনটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। রোহিতের অবর্তমানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব করেছেন রাহুল। বাকি ৮টিতে নেতৃত্ব দেন রোহিত।

ভারতের টস হারার এই চক্র শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনালে ভারত হেরেছিল ৬ উইকেটে। এরপর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। আর এই চক্রের সর্বশেষ ম্যাচ আজ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া।

রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, শাহে আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পলাতক ও আত্মগোপনে দেশে, বিদেশে অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ