সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। ২৩ সদস্যের দলটিতে অধিনায়ক হিসেবে কারও নাম নেই।

আজ বাফুফে ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সর্বশেষ সাফের স্কোয়াডে থাকা ৮ জন—ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার। তবে সম্প্রতি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জনের কাউকে রাখা হয়নি।

অধিনায়কের নাম না ঘোষণার পেছনে বাফুফে কিছু জানায়নি। গুঞ্জন আছে, আফঈদাকে নেতৃত্ব দেওয়া হতে পারে। দলে আছেন ১৭ বছর বয়সী গোলকিপার ইয়ারজান, যিনি ২০২৪ সালে নেপালে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে ভারতের তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেশের ফুটবলে হইচই ফেলে দিয়েছিলেন।
বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে ২৪ ফেব্রুয়ারি। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক
ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়।
ডিফেন্ডার
কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মত সুলতানা, কানোম আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার
হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন।
ফরোয়ার্ড
নবীরণ খাতুন, সুরভী আকন্দ প্রীতি, তনিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন ও আইরিন খাতুন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অধিনায়ক ছাড়াই আমিরাতের বিপক্ষে নারী ফুটবল দল

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। ২৩ সদস্যের দলটিতে অধিনায়ক হিসেবে কারও নাম নেই।

আজ বাফুফে ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সর্বশেষ সাফের স্কোয়াডে থাকা ৮ জন—ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার। তবে সম্প্রতি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জনের কাউকে রাখা হয়নি।

অধিনায়কের নাম না ঘোষণার পেছনে বাফুফে কিছু জানায়নি। গুঞ্জন আছে, আফঈদাকে নেতৃত্ব দেওয়া হতে পারে। দলে আছেন ১৭ বছর বয়সী গোলকিপার ইয়ারজান, যিনি ২০২৪ সালে নেপালে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে ভারতের তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেশের ফুটবলে হইচই ফেলে দিয়েছিলেন।
বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে ২৪ ফেব্রুয়ারি। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক
ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়।
ডিফেন্ডার
কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মত সুলতানা, কানোম আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার
হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন।
ফরোয়ার্ড
নবীরণ খাতুন, সুরভী আকন্দ প্রীতি, তনিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন ও আইরিন খাতুন।

সম্পর্কিত নিবন্ধ