যুক্তরাষ্ট্রে আবারো মাঝ আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ অ্যারিজোনায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ অ্যারিজোনায় সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২- মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে দুজন করে যাত্রী ছিলেন।

আরো পড়ুন:

ট্রাম্প অপতথ্যের জগতে রয়েছেন: জেলেনস্কি

যুদ্ধের দায় ইউক্রেনের ঘাড়ে চাপালেন ট্রাম্প

এনটিএসবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।

সংস্থাটি আরো জানায়, সেসনা ১৭২-এস নিরাপদে অবতরণ করলেও ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ রানওয়ে ৩-এর কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং সংঘর্ষের পরপরই তাতে আগুন ধরে যায়। নিহতদের সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

মাঝ আকাশে কীভাবে দুটি বিমানের সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। ২০০১ সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

এর ঠিক একদিন পরেই অর্থাৎ ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ

এছাড়াও পড়ুন:

ট্রেনে ঈদযাত্রা শুরু 

কয়েক দিন পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রতিবছর ঈদে নাড়ির টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। অপেক্ষাকৃত আরামদায়ক হওয়ায় অনেকেই যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকে বেছে নেন। সোমবার (২৪ মার্চ) শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শেষ হয়েছে ঈদ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি।  

ঈদকে সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে। গত ১৪ মার্চ যারা টিকিট কিনেছিলেন, তারা আজ ভ্রমণ করবেন।

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, “ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্টেশন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে টিটিরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া র‍্যাব, পুলিশ, আরএনবি, জিআরপির কন্ট্রোল রুম থাকবে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস থাকবে। যাত্রীদের কেউ অসুস্থ হলে যেন দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এজন্য মেডিকেল ক্যাম্প থাকবে।”

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি একজোড়া ট্রেন চালানো হবে; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে একজোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে একজোড়া ট্রেন চালানো হবে।

এছাড়া, ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

এছাড়া, দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া, ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

ঈদ ফিরতি যাত্রার টিকিট মিলবে আজ: এদিকে ঈদ ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আজ ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ