হামাসের হাতে জিম্মি থাকা দুই শিশু, মাসহ চারজনের মরদেহ আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে ফিরেছে। এর আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল, উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় এ জিম্মিরা নিহত হয়েছেন।

ওই দুই শিশুর নাম কেফির বিবাস ও অ্যারিয়েল বিবাস (৪)। মা শিরি বিবাস। চতুর্থ যে জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে, তিনি ওদেদ লিফশিৎজ।

যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় গত মাসে হামাস এবং ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মি মুক্তি দেওয়া হচ্ছে। বিপরীতে ইসরায়েলের কারাগারগুলোয় দিনের পর দিন আটক থাকা অনেক ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য বৃহস্পতিবার (আজ) ভীষণ কঠিন একটি দিন, বিষণ্ন একটি দিন, শোকের একটি দিন।’  

বিবাস পরিবারের সদস্যরা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজ নির ওজ এলাকা থেকে হামাসের হাতে জিম্মি হন। তখন কেফিরের বয়স ছিল মাত্র নয় মাস। জিম্মি করা হয় কেফির ও অ্যারিয়েলের বাবা ইয়ারদেন বিবাসকেও।

গত বছরের নভেম্বরে হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি বিমান হামলায় জিম্মি ওই মা ও দুই শিশু নিহত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ কখনোই তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি। এমনকি শেষ মুহূর্তেও ইসরায়েলের কেউ কেউ তাদের মৃত বলে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুনইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ বাস্তুচ্যুতি১৯ ফেব্রুয়ারি ২০২৫

এর আগে চলতি মাসে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে মুক্তি পেয়েছেন ইয়ারদেন বিবাস। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুই শিশু ও মায়ের ভাগ্যে কী ঘটেছে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা শেষ হচ্ছে না।

এখন দুই শিশু ও মাসহ চারজনের মরদেহ ফেরানোর মধ্য দিয়ে গাজা থেকে ইসরায়েলে প্রথমবারের মতো কোনো মৃত জিম্মিকে নেওয়া হলো। এখন মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে ইসরায়েলের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করবে বলে ধারণা করা যাচ্ছে।

আরও পড়ুনগাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু করবে ইসরায়েল১৯ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনট্রাম্প কি গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন১৯ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র ক র মরদ হ

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনার বিপক্ষে ছয়টি পরিবর্তন ব্রাজিলের একাদশে

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। হাই ভোল্টেজ এ ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র একাদশে ছয়টি পরিবর্তন এনেছেন জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে ব্রাজিল, সেই দলের ছয়জন থাকছেন না আর্জেন্টিনার বিপক্ষে প্রথম একাদশে, এমন খবরই জানিয়েছে গ্লোবো।

আরও পড়ুনবাংলাদেশ-ভারত ম্যাচ এখন যেন হামজা-ছেত্রী লড়াই১ ঘণ্টা আগে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলপোস্টে ছিলেন আলিসন বেকার, বাঁ পাশের সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালাইস, সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গিমারেস এবং গারসন। কলম্বিয়ার বিপক্ষে মাথায় চোট পেয়ে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন আলিসন। একই ম্যাচে বাছাইপর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েন গ্যাব্রিয়েল ও ব্রুনো এবং বাঁ ঊরুতে চোট পান গারসন। এই চার খেলোয়াড়ের বদলি হিসেবে গত পরশু স্কোয়াডে গোলকিপার ওয়েভরতন, ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এদেরসনকে ডাকেন দরিভাল।

ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র

সম্পর্কিত নিবন্ধ