কাজের চেয়ে বিতর্কের কারণেই বেশি শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। চলতি বছরের শুরুতেই প্রবল বিতর্কের মুখে পড়েন তিনি। দক্ষিণি সিনেমা ‘ডাকু মহারাজ’-এ তাঁর ‘আপত্তিকর’ নাচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। প্রেক্ষাগৃহের পর সিনেমাটি আসছে ওটিটিতে। তবে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি থেকে ঊর্বশীর সেই নাচ বাদ দিয়েছে প্ল্যাটফর্মটি।
আগামীকাল নেটফ্লিক্সে  মুক্তি পেতে চলেছে তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’।

সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নন্দামুরি বালকৃষ্ণ ও ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ঊর্বশী।

‘ডাকু মহারাজ’ সিনেমার দৃশ্য। আইএমডবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়ায় রমজান শুরু কাল

বিশ্বের সবচেয়ে বড় মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কাল শনিবার (১ মার্চ) থেকে। সে হিসেবে আজ শুক্রবার রাতেই পড়া হবে প্রথম রোজার তারাবির নামাজ। খবর আন্তরা নিউজের।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সন্ধ্যার দিকে ইন্দোনেশিয়ার ধর্ম ভবনে ‘ইসবাত’-এর বৈঠক হয়। সেখানে ধর্মীয় ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে প্রথম রমজান উদযাপন করা হবে। দেশটির ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসবাতের বৈঠকে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে, শনিবার ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হতে যাচ্ছে।

ইন্দোনেশিয়ায় কাল থেকেই রমজান শুরু হলেও তাদের প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ২ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এরপর ইন্দোনেশিয়া জানায়, তাদের এখানে কালই রমজান শুরু হতে যাচ্ছে।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দেয়। এরপরই ইন্দোনেশিয়া থেকে একই ঘোষণা আসল। এখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে চলছে চাঁদ দেখার প্রস্তুতি।

সম্পর্কিত নিবন্ধ