SunBD 24:
2025-03-28@11:28:01 GMT

দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুডস

Published: 20th, February 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৭৩ বারে ৭৪ লাখ ৫৮ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এস আলম কোল্ড রোলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১০৬ বারে ২ লাখ ৯০ হাজার ১৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২১ বারে ৪৭ লাখ ৫৬ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –  বিডি থাই ফুডের ৯.

৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৭০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৫৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৩০ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬.৭৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৬৭ শতাংশ ও ঢাকা ডায়িংয়ের ৬.৪৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: শ য় র দর ব দ ধ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে বিনিয়োগ-উৎপাদন বাড়ানোর আশ্বাস জিনপিংয়ের

বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং চীনা উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে তার দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল হয়েছে।”

আরো পড়ুন:

চীনের আরো জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

শফিকুল আলম বলেন, “আলোচনা ছিল উষ্ণতাপূর্ণ এবং অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ। প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা ও তার অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।”

“এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর এবং বলা যায় এ পর্যন্ত সফরটি অত্যন্ত সফল হয়েছে,” যোগ করেন তিনি।

প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে, চীন সেসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।

এই বিষয়গুলোর মধ্যে ছিল চীনের ঋণের সুদের হার হ্রাস এবং পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনের সহযোগিতা প্রদান।

শফিকুল আলম জানান, প্রেসিডেন্ট জিনপিং তার দুইবারের বাংলাদেশ সফর সম্পর্কে কথা বলেছেন।

প্রেস সচিব বলেন, জিনপিং বলেছেন, যখন তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন, তখন ক্ষুদ্রঋণ সম্পর্কে পড়াশোনা করেছিলেন।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জিনপিং বাংলাদেশি আম ও কাঁঠাল দেখেছেন এবং সেগুলো খুব সুস্বাদু।

আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই দুইটি ফল বড় পরিসরে চীনে রপ্তানি করা সম্ভব হবে, আশা করছে সরকার।

সম্পর্কিত নিবন্ধ