শর্টসার্কিট প্রতিরোধে যেসব বিষয় অবশ্যই মেনে চলবেন
Published: 20th, February 2025 GMT
শর্টসার্কিট কী
যেকোনো বৈদ্যুতিক যন্ত্র বর্তনী বা সার্কিটের মাধ্যমে চলে। বর্তনী হলো পথ। অন্য যেকোনো কিছুর মতো বিদ্যুৎও চলাচলের সহজ পথ খোঁজে। বিদ্যুৎপ্রবাহের জন্য যখন একটা নতুন পথ তৈরি হয়, যেখানে রোধ (বাঁধা) আগের বর্তনীর চেয়ে কম, তখন বিদ্যুৎ সেই পথে চলাচল করে। শর্টকাট পথে বাধাহীন চলাচলের ফলে অত্যন্ত দ্রুতগতিতে অতিরিক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনের দ্রুতগতির ফলে উৎপন্ন হয় তাপ। সেই তাপ বের হওয়ার জন্য বিস্ফোরিত হয়। তাতেই ধরে আগুন। অভ্যন্তরীণ ত্রুটি, নড়বড়ে সংযোগ বা ত্রুটিযুক্ত অ্যাপ্লায়েন্সের কারণে শর্টসার্কিট হতে পারে।
কীভাবে প্রতিরোধ করবেন১.
২. যেকোনো বিদ্যুৎ–সংযোগে উন্নত মানের কেব্ল ও ভালো কোম্পানির সার্টিফায়েড তার ব্যবহার করুন। লাইসেন্সধারী বৈদ্যুতিক মিস্ত্রিকে দিয়ে কাজ করান। যেকোনো বিদ্যুৎ–সংযোগের কাজ করার আগে বিদ্যুতের সংযোগ বন্ধ করুন।
আরও পড়ুনবৈদ্যুতিক পণ্যের যত্ন১৩ সেপ্টেম্বর ২০১১নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ইলেকট্রিসিটি প্রবাহিত হলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্কিটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নরসিংদীতে সেইলরের আউটলেট উদ্বোধন
ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর, নরসিংদীতে তাদের ২৪তম আউটলেট চালু করেছে। সম্প্রতি জেলা শহরের সদর রোডে, এসকে টাওয়ারে এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
দুই তলা বিশিষ্ট এই আউটলেটে শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, ছেলে-মেয়ে, পুরুষ এবং নারীদের জন্য ট্রেডিশনাল, ক্যাজুয়াল এবং ফরমাল পোশাকের বিশাল সংগ্রহ থাকছে। বিশেষ করে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে থাকছে এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি এখানে অ্যাক্সেসরিজ এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে।
সেইলর এর একজন মুখপাত্র বলেন, "আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে, আমরা নরসিংদীতে আমাদের ২৪তম আউটলেট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য, দেশের প্রতিটি প্রান্তে সেইলরের আধুনিক ও মানসম্মত পোশাক পৌঁছে দেওয়া।
উদ্বোধনী উপলক্ষে সেইলর আউটলেটে চলছে আকর্ষণীয় র্যাফেল ড্র অফার, যা চলবে চাঁদ রাত পর্যন্ত । বিশেষ অফারে থাকছে পোশাকের উপর আকর্ষণীয় ডিসকাউন্টসহ অন্যান্য সুযোগ সুবিধা।