বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরব। টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলের পক্ষে পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাফজয়ী দলের অন্যান্য ফুটবলাররাও।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা খাতুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, বর্তমান সভাপতি তাবিথ আউয়াল ও নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল। এরপর ২০২৪ সালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে সাবিনারা। সাফজয়ী সেই দলে ছিলেন রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মোসাম্মাৎ সাগরিকা। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন রূপনা চাকমা, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশ নারী দল সর্বশেষ সাফ শিরোপা জিতেছিল কোচ পিটার বাটলারের অধীনে। তবে সম্প্রতি বাটলারের কোচিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ১৮ জন নারী ফুটবলার অনুশীলন বর্জন ও গণ-অবসরের হুমকি দেন। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই আসে নারী ফুটবলারদের জন্য এই বিরল সম্মাননা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক শ পদক ন র ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

প্রকাশ্যে ২৬ সেকেন্ডের ভিডিও, চমক নিয়ে হাজির শাকিব

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। আগেই জানা যায়, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এবার শাকিবের সঙ্গে দেখা দিলেন পশ্চিমবঙ্গের এই তারকা।

বুধবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’র টিজার। ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিবের সঙ্গে দেখা যায় নুসরাত জাহানকে।

শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।

আরো পড়ুন:

অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’

মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’

কেউ কেউ আবার ফেসবুকে লিখেছেন, “মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’!” টিজারটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

এক ভিডিও বার্তায় নুসরাত জাহান বলেন, “চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই ‘চাঁদ মামা’ পুরোপুরি ড্যান্স নাম্বার। সবাই খুব এনজয় করবেন।”

‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ