সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা থেকে ৩৯৬ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। এতে বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবরণ করে ফ্লাইটটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় যাত্রার মাঝপথেই আটকে পড়েন ৩৯৬ জন। রাত পার করে দিনের অর্ধেকটা সময়ও বিমানবন্দরেই কাটাতে হয় তাদের। এই যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে নাগপুর বিমানবন্দরে বিশেষ একটি ফ্লাইট পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতোমধ্যে ফ্লাইটটি আটকে পড়া ৩৯৬ যাত্রী নিয়ে উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

তিনি জানান, বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। সেখানে যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় ফ্লাইটটি নাগপুরে পৌঁছে। অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটি।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখপ্রকাশও করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বিএইচ

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র‍্যাব

রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র‍্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।

মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র‍্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ