ভারতে আটকে পড়া ৩৯৬ যাত্রী নিয়ে দুবাইয়ের পথে বিমানের বিশেষ ফ্লাইট
Published: 20th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ঢাকা থেকে ৩৯৬ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। এতে বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবরণ করে ফ্লাইটটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় যাত্রার মাঝপথেই আটকে পড়েন ৩৯৬ জন। রাত পার করে দিনের অর্ধেকটা সময়ও বিমানবন্দরেই কাটাতে হয় তাদের। এই যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে নাগপুর বিমানবন্দরে বিশেষ একটি ফ্লাইট পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতোমধ্যে ফ্লাইটটি আটকে পড়া ৩৯৬ যাত্রী নিয়ে উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানান, বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। সেখানে যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় ফ্লাইটটি নাগপুরে পৌঁছে। অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটি।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখপ্রকাশও করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
গবেষণার জন্য ৫৭ শিক্ষককে সম্মাননা দিল ব্র্যাক ইউনিভার্সিটি
উচ্চমানের গবেষণার স্বীকৃতি হিসেবে ৫৭ শিক্ষককে দ্বিতীয়বারের মতো কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৫৭ শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত এসব শিক্ষক ১৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এগুলোর মধ্যে ৭৪টি প্রবন্ধ স্কোপাসের কিউ ওয়ান জার্নালের শীর্ষ ১০ শতাংশ এবং বাকি ৭১টি শীর্ষ ১৫ শতাংশের মধ্যে থাকা জার্নালে প্রকাশিত হয়েছে।
স্কোপাস একটি আন্তর্জাতিক মানের গবেষণা ডেটাবেইস, যেখানে স্বীকৃত ও রিভিউ করা জার্নাল, সম্মেলনের গবেষণাপত্র ও পেটেন্টের তথ্য সংরক্ষিত থাকে। গবেষণায় ফলপ্রসূ অবদান রাখার কারণে কিউ ওয়ান জার্নালগুলো বিশ্বব্যাপী সমাদৃত।
পুরস্কারপ্রাপ্ত গবেষণাগুলোর বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও বহুমাত্রিক; যেমন ব্যবসার সহজীকরণ, মানসিক স্বাস্থ্য ও নতুন রোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, ভাষার বিবর্তন এবং তথ্যপ্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের ব্যবহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, গবেষণামুখী উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ব্র্যাক ইউনিভার্সিটি অক্লান্ত কাজ করে যাচ্ছে।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বাংলাদেশ সরকার ব্র্যাক ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
আরও বক্তব্য দেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি