চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এবার ৪টি বোমা সদৃশ বস্তুসহ আলীহিম নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানার নেতৃত্বে দর্শনার পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে বোমা সদৃশ বস্তু গুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানা জানান, চিনিকল পল্লীতে দফায় দফায় বোমা সদৃশ বস্তু উদ্ধারে ঘটনায় আমরা তল্লাশি অভিযান শুরু করি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত পূর্বক আটক করার জন্য জাল বিস্তার করা হয়। আটক আলীহিম (৫২) উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে। সে এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল। 

তিনি বলেন, আলীহিমের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাদের এক পর্যায়ে আলীহিমের শ্বশুর বাড়ির সামনের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, এর নেপথ্যে আর কারা জড়িত আছেন, কে এর মাস্টার মাইন্ড তা খতিয়ে দেখা হচ্ছে অভিযান চলমান আছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক আল হ ম

এছাড়াও পড়ুন:

বিজিবির হাতে ভারতীয় দুই নাগরিক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার দিবাগত রাত ১২টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)। 

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাতে অভিযান চালায়। বুধবার রাত ১২টার সময় জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় নাগরিক পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাসকে (২৫) আটক করা হয়। 

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিকদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিজিবির হাতে ভারতীয় দুই নাগরিক আটক