চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এবার ৪টি বোমা সদৃশ বস্তুসহ আলীহিম নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানার নেতৃত্বে দর্শনার পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে বোমা সদৃশ বস্তু গুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানা জানান, চিনিকল পল্লীতে দফায় দফায় বোমা সদৃশ বস্তু উদ্ধারে ঘটনায় আমরা তল্লাশি অভিযান শুরু করি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত পূর্বক আটক করার জন্য জাল বিস্তার করা হয়। আটক আলীহিম (৫২) উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে। সে এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল। 

তিনি বলেন, আলীহিমের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাদের এক পর্যায়ে আলীহিমের শ্বশুর বাড়ির সামনের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, এর নেপথ্যে আর কারা জড়িত আছেন, কে এর মাস্টার মাইন্ড তা খতিয়ে দেখা হচ্ছে অভিযান চলমান আছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক আল হ ম

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুর মোড়ের মডেল মসজিদের পেছন থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পেছন থেকে নীল রঙের একটি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।’’

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার