একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
Published: 20th, February 2025 GMT
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৭ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে একুশে পদক হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন তিনি।
এ বছর একুশে পদক পেয়েছেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা। আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা।
এছাড়া, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড.
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। ১৯৭৬ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষাসৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে আসছে।
ঢাকা/হাসান/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদ উদযাপনে বাড়ি ফিরে প্রাণ হারাল শিশু সুমাইয়া
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মহাসড়ক পারাপার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়িতে ফিরছিল সে। মুহূর্তে পরিবারের ঈদ আনন্দ বিষাদে রূপ নেয়।
শনিবার (২৯ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে৷
পুলিশ জানায়, শনিবার সকালে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া৷ পরে উপজেলার নোয়াগাঁও এলাকায় সড়ক পারাপারের সময় শিশটি বাসচাপায় সড়কেই প্রাণ হারায়। এসময় ক্ষুব্ধ জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়৷ পরে স্থানীয়দের সহযোগীতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে৷
জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, “বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এতে স্থানীয় এলাকার জনতা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পরে এলাকার সচেতন বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে৷”
ঢাকা/মনোয়ার/টিপু