অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন। 

ড.

ইউনূস বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুণে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনোরকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো ক্রমেই বিঘ্নিত না হয়।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

মুহাম্মদ ইউনূস বলেন, ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন এক বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই-সংগ্রাম, বাহান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর গণঅভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র-শ্রমিক-জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে।

এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্রসমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল। 

তিনি আরও বলেন, আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনের স্মরণীয় দিনে আমরা তরুণদের এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি। দেশের ভবিষ্যৎ রচনায় পথ দেখিয়ে যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: এক শ পদক আম দ র

এছাড়াও পড়ুন:

ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন

ম্যাচটা হেরেই যাচ্ছিল স্পেন। তবে বদলি হয়ে নামা মিডফিল্ডার মিকেল মেরিনো শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের হাত থেকে বাঁচান দলকে। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ডাচদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন।

রটারডামে লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে প্রথমার্ধের নয় মিনিটের মাথায় লিড এনে দেন নিকো উইলিয়ামস। ডাচ ফুল-ব্যাক জরেল হাতো নিজের ডিফেন্সে বল হারালে উইলিয়ামস সুযোগটি কাজে লাগান। এরপরই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৮ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় ডাচরা। বিরতির পর খেলা শুরু হলে ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইন্ডার্সের নিচু শট এগিয়ে দেয় তাদের। সেই ব্যবধান রেখেই খেলা এগুচ্ছিল। তবে ম্যাচের ৮১ মিনিটে হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, দশজনের দলে পরিণত হয় ডাচরা। স্পেন সে সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে। যোগ করা সময়ে মেরিনো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের ড্র নিশ্চিত করেন।

আরো পড়ুন:

স্পেনে বাড়ি কিনতে দিতে হবে ১০০ শতাংশ কর

চমক রেখে স্পেনের নেশন্স লিগের দল 

এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

আগামী রোবিবার (২৩ মার্চ, ২০২৫) ভ্যালেন্সিয়ায় দ্বিতীয় লেগে মাঠে নাম্বে দুদল। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • আজ টিভিতে যা দেখবেন (২৪ মার্চ ২০২৫)
  • ‘বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক’ কি শুধু পুরুষেরই অপরাধ
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ মার্চ ২০২৫)
  • অষ্টম রাউন্ড শেষেও শীর্ষে মিনহাজ-সুবওয়ালটন
  • অক্সফামে ঢাকার বাইরে চাকরি, বছরে বেতন ১৪ লাখ ৬২ হাজার
  • বুটেক্সে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করুন
  • আজ টিভিতে যা দেখবেন (২২ মার্চ ২০২৫)
  • সাত রাউন্ড শেষেও শীর্ষে মিনহাজ-সুব্রত
  • ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন