ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Published: 20th, February 2025 GMT
গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শুরু হবে লড়াই। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ......।
আত্মবিশ্বাসী শান্ত
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, “এই সংস্করণে আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে যে কোনো দলকে আমরা হারাতে পারি।”
আরো পড়ুন:
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের যাত্রা
ভারতের মতো দলের বিপক্ষেও শান্ত কেন এতটা আত্মবিশ্বাসী? সেই ব্যাখ্যাও দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার, “সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি এমন একজন, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি যে ভাবে না। আমরা যদি নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারি যথাযথভাবে, যেকোনো দিনে যেকোনো দলকে হারাতে পারি আমরা।”
পরিসংখ্যান ভারতের পক্ষে
দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৪১ বার। ৩২ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল। বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সবশেষ জয় ২০০৭ সালে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে। এরপর ২০১১ ওয়ানডে ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষে ছিল বাংলাদেশ। দুবারই জয় দিয়ে শুরু করে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।
আশায় কোহলি
দলটির অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও বাংলাদেশকে পেয়ে যেন হাততালি দিচ্ছেন! স্টার স্পোর্টসকে এই তারকা ক্রিকেটার বলেন, “বাংলাদেশের বিপক্ষে যতবার জয় দিয়ে আসর শুরু করেছে ভারত, ততোবারই শিরোপা জিতেছে।’’ ২০১১ এবং ২০২৪ সালের আসরের ম্যাচ দুটোর কথা মনে করিয়ে দিলেন কোহলি। এবারও তেমনই আশা করছেন জানিয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করাটা সবসময় আমাদের জন্য ভালো কাজ করেছে। এবারও আমরা একই প্রত্যাশা করছি।”
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে গাকৃবি’র ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। এ বছরের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন।
সহকারী রেজিস্ট্রার আব্বাস বলেন, এবারের প্রথম বর্ষের ভর্তিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)র সাতটি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। আর ভর্তি পরীক্ষায় গাকৃবির বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণ করবেন ৮ হাজার পরীক্ষার্থী।
এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
গাকৃবি উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারব।
পরীক্ষার্থীদের অগ্রিম শুভকামনা জানিয়ে তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব নিয়মাবলী মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।