অধৈর্য হওয়ার কারণ দেখি না: হাবিব
Published: 20th, February 2025 GMT
‘পাগল হাওয়া’ গানটি কবে আসবে? এ একটি প্রশ্ন বারবার শুনতে হচ্ছে হাবিব ওয়াহিদকে। নন্দিত এ শিল্পী ও সংগীতায়োজকের গান নতুন আয়োজন নিয়ে শ্রোতাদের কৌতূহল সবসময় চোখে পড়ার মতো। তবে এবার কৌতূহলটা একটু বেশি মনে হয়েছে। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, ঠিক বারো দিন আগে ‘পাগল হাওয়া’ গানের একটি টিজার প্রকাশ করা হয়েছিল।
ক্যাপশনে উল্লেখ করা হয়েছিল গানটি শিগগিরই আসছে। সে কারণে অনেকে ভেবেছিলেন ১৪ ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করা হবে। কিন্তু ভক্তদের সবাই অবাক, ‘পাগল হাওয়া’র পরিবর্তে ‘তোমার মন জানে’ শিরোনামে নতুন একটি মেলো-রোমান্টিক গান প্রকাশ করায়। ‘তোমার মন জানে’ ভালো লাগলেও একটি প্রশ্নের জন্ম দিয়েছে অনেকের মনে। ‘পাগল হাওয়া’ শিরোনাম বদলে দিয়েই কি ‘তোমার মন জানে’ গানের নামকরণ? এ প্রশ্নই ছিল অনুরাগীদের মনে। কিন্তু যখন তারা আবিষ্কার করলেন, ‘তোমার মন জানে’ আলাদা একটি গান, তখন থেকেই হাবিবকে প্রশ্ন করা শুরু করেছেন ‘পাগল হাওয়া’ কবে প্রকাশ পাবে।
এ গান নিয়ে বাড়তি কৌতূহলের আরেকটি কারণ এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন আফসানা চৌধুরী শিফা; বাস্তব জীবনে যিনি হাবিব ওয়াহিদের জীবন সঙ্গীনি। যদিও এ বিষয়ে হাবিবের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, তারপরও খবর রটে গেছে চারদিকে; যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন এ শিল্পী।
হাবিব ওয়াহিদ বলেন, ‘আমি জানি না, টিজার দেখে সবাই কীভাবে বুঝে গেল ‘পাগল হাওয়া’ গানে শিফা মডেল হয়েছে। টিজারে তো কারও মুখ স্পষ্ট নয়; আমিও এ বিষয়ে কাউকে কিছু বলিনি। তারপরও দেখছি, বিষয়টা অনেকের জানা। শুধু তাই নয়, বারবার এ প্রশ্নও শুনতে হচ্ছে, ভাবি (শিফা) আর আপনার নতুন গানটি কবে আসবে? সবার কথা থেকে যা বুঝেছি, তারা ধরেই নিয়েছিলেন গানটি ভালোবাসা দিবসে প্রকাশ পাবে। কিন্তু দেখুন, আমি কোথাও এ গান প্রকাশের দিন-তারিখ উল্লেখ করিনি। শুধু জানিয়েছি, গানটি আসছে। এ নিয়ে এতটা অধৈর্য হওয়ারও কারণ দেখি না। আমার কথা হলো, যে সৃষ্টি আমি তুলে ধরছি, তা শ্রোতার প্রত্যাশা পূরণ করবে কিনা সেটাই দেখার বিষয়।’
হাবিব আরও বলেন, ‘শিফা সৌখিন মডেল। যে কারও গানে মডেল হিসেবে অংশ নিতেই পারে। তাই আমার চাওয়া, অন্য কারও গানে তাঁকে যেভাবে মডেল হিসেবে দেখা হবে, আমার গানের বেলায়ও সেভাবেই তাঁর পারফরম্যান্স বিচার করা হোক। দিন শেষে আমরা উভয়েই যেন যার যার কাজের মধ্য দিয়ে পরিচিতি তুলে ধরতে পারি। কারণ, আর যা কিছুই হোক সম্পর্ক দিয়ে কাজের মান বিচার চলে না।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফস ন চ ধ র শ ফ ত ম র মন জ ন
এছাড়াও পড়ুন:
হামহাম ঝরনায়
শ্রীমঙ্গল ট্যুর নির্ধারিত হওয়ার পর থেকেই আলোচনায় ছিল হামহাম ঝরনা। এটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হলেও অধিকাংশ পর্যটক সাধারণত শ্রীমঙ্গল থেকে ঝরনাটি দেখতে যান। অবশ্য মৌলভীবাজার থেকেও যেতে পারেন। যাহোক বিশ্ববিদ্যালয়ের ছোট-বড় ভাইদের সঙ্গে ছিল এ ট্যুর। দুর্গম ও দূরত্বের জন্য বড় ভাইদের কারও কারও হামহাম ঝরনা বিষয়ে অনীহা দেখা গেল। তাদের অবশ্য যুক্তি আছে, দু’দিনের মধ্যে যেদিন হামহাম ঝরনা দেখতে যাবে, সেদিন এর বাইরে আর কোনো পর্যটনকেন্দ্র দেখার সুযোগ থাকবে না। ছোট ভাইরা দেখলাম ঝরনা দেখার জন্য এক পায়ে খাড়া। এমনকি ট্যুরের গ্রুপে একজন হয়তো মজা করেই লিখেছে: ‘হামহাম অথবা মৃত্যু’। যাহোক, হামহাম ঝরনা দেখতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। তারপরও কিছুটা সংশয় যেন থেকেই গেল। কারণ একজন বলছে, ১০ কিলোমিটার হেঁটে যেতে হবে। আসা-যাওয়া মিলে ২০ কিলোমিটার। পাহাড়ি পথে সহজ কথা নয়। ট্যুর গাইড জানালেন, ১০ কিলোমিটার নয়, ৪ কিলোমিটার করে হাঁটতে হবে।
চাঁদের গাড়ি কটেজে আগে থেকেই প্রস্তুত ছিল। শ্রীমঙ্গল থেকে রওনা দিতে ১০টা পার হয়ে গেল। চাঁদের গাড়ি চলছে পাহাড়ের উঁচু-নিচু রাস্তায়। দু’পাশে চাবাগান আর পাহাড়। রৌদ্রকরোজ্জ্বল অসাধারণ আবহাওয়ায় ছাদখোলা চাঁদের গাড়িতে আমরা চলছি। মাথার ওপর বিশাল আকাশ আর চারদিকে মনোরম দৃশ্য ছিল সত্যিই উপভোগ্য। কিছুক্ষণ পরপরই মনে হতো এটাই বুঝি ছবি তোলার উৎকৃষ্ট জায়গা। অবশ্য ছবি তোলার জন্য আর নামা হয়নি। কমলগঞ্জ উপজেলা ভারতের সীমান্ত লাগোয়া। বিজিবির তৎপরতাও দেখলাম। যাহোক, দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে এবার হাঁটার পালা। গাড়ি থামতেই স্থানীয় শিশুরা এলো– ঠিক বাঁশ নয়, কঞ্চি নিয়ে। বাঁশের সেই কঞ্চি ছাড়া যে হামহাম ঝরনায় পৌঁছা অসম্ভব, একটু পরই টের তা পেলাম। পাহাড়ের উঁচু-নিচু পথ। ঢালু, ঝুঁকিপূর্ণ, এবড়োখেবড়ো সরু পথে চলতে গিয়ে বেশ বেগই পেতে হলো। চারদিকে গাছগাছালিতে ভরা। আধা ঘণ্টা হেঁটে এতটা হাঁপিয়ে উঠেছিলাম যে, বিশ্রাম একটু নিতেই হলো। সেখানে পাহাড়ের ওপর টংয়ের দোকান আরও কিছুটা স্বস্তি দিয়েছিল।
পাহাড়ি পথে আবার হাঁটা। বেশ কিছুক্ষণ পর পেলাম আরেকটি দোকান। কিছুটা বিশ্রাম নিয়ে গন্তব্যের লক্ষ্যে আবার হাঁটা দিলাম। একটু পর লক্ষ্য করলাম, এবার কেবলই নামছি। অর্থাৎ এতক্ষণ ছিল উঁচু-নিচু, এবার পাহাড়ের পথ বেয়ে কেবলই নামা। পাহাড় ট্র্যাক করে নামতে নামতে বেশ হাঁপিয়ে উঠলাম। অবশেষে ঝরনা পানির দেখা মিলল। এবার ঝরনার ঝিরি দিয়ে এগিয়ে চলা কিংবা পার দিয়ে উঁচু-নিচু পাথর বেয়ে হাঁটা। বেশ খানিক পর শুনলাম পানি পড়ার শব্দ। চার কিলোমিটার পথ ২ ঘণ্টায় পাড়ি দিয়ে অবশেষে দেখা মিলল ঝরনার। সেখান থেকে অবিরল ধারায় পানির পতন দেখে পথের ক্লান্তি ভুলে গেলাম। শুরু হয়ে গেল ছবি তোলা, ভিডিও করা।
শীতের সময় অনেকেই আশঙ্কা করছিলেন, হয়তো পানি তেমন নামবে না। গাইড অবশ্য আশ্বস্ত করেছিলেন। বলে রাখা ভালো, হামহাম ঝরনায় যেতে হলে অবশ্যই গাইড রাখা এবং অন্তত তিন-চারজনের দলে যাওয়া ভালো। গাইড ছাড়া হামহামে পৌঁছানো মুশকিল। যাহোক, শঙ্কার মধ্যে বাস্তবে সেদিন হামহাম ঝরনা বেয়ে পানি নামতে দেখলাম। ফেব্রুয়ারির প্রথম দিনে মধ্যাহ্নে আমাদের গ্রুপ যখন হামহামে পৌঁছল তখন পানির দুটি ধারা বহমান ছিল। ঝরনার চারদিকে পাথর হয়ে আছে। চারদিকে বাঁশঝাড়ের দেখা মিলল বেশি। ঝরনার পানি দেখেই আমাদের টিমের অনেকে নেমে পড়লেন পানিতে। চারদিকে পানি অতটা গভীর না হলেও পানি পতনের স্থানে বেশ গভীর। যাহোক, ২ ঘণ্টা অবস্থান করার পর এবার ফেরার পালা। আবার দুর্গম পথ বেয়ে যেতে হবে। এতক্ষণ ছিল ঝরনা দেখার ইচ্ছে। এখন চিন্তা বাড়ি ফেরার।
ফেরার পথও অতটা সহজ ছিল না। বিশেষ করে ঝরনা ঝিরে থেকে পাহাড়ে উঠতে প্রথম ধাক্কাটা ছিল স্মরণীয়। উঠেই পাহাড়ের ওপর বিশ্রাম নিতে হলো অনেকক্ষণ। এরপর হাঁটা। ফেরার পথ কিছু পরিচিতই মনে হলো। তারপরও পরিশ্রম কম হলো না। সময়ও লাগল প্রায় ২ ঘণ্টা। তারপরও হামহাম ঝরনা দেখে পরিশ্রম উসুলই বলতে হবে। এটি সত্যিই এক অ্যাডভেঞ্চারাস জার্নি। ভাষায় প্রকাশ করার মতো নয়।
যেভাবে যাবেন: ঢাকা থেকে প্রথমে আসতে হবে শ্রীমঙ্গল। বাস কিংবা ট্রেনে আসা যায়। সেখান থেকে যেতে হবে কমলগঞ্জ। শ্রীমঙ্গল থেকে সিএনজি অটোরিকশা কিংবা চাঁদের গাড়িতে যেতে পারেন। হামহাম ঝরনার আশপাশে থাকার ব্যবস্থা নেই বললেই চলে। সে জন্য সকালে রওনা দিয়ে দিনে দিনে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার চলে আসা ভালো। v