সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে যাচ্ছিল। জরুরি অবতরণ করা ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন।

বৃহস্পতিবার নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা আবিদ রুহি জানান, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি মাঝ আকাশে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। এতে করে গতিমুখ পরিবর্তন করে বুধবার মধ্যরাতে নাগপুরে নিরাপদে জরুরি অবতরণ করে।

বিমানবন্দরটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ফ্লাইটটিতে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন। ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান বাংলাদেশের অন্য আরেকটি ফ্লাইটে দুবাইগামী যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।

এম জি

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ফ ল ইট

এছাড়াও পড়ুন:

নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে জালিয়াতি, গ্রেপ্তার ১

নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে ভুয়া পরিচয়সহ নানাবিধ জালিয়াতির অভিযোগে জাফর ইকবাল (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বলছে, জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয়ে ভিজিটিং কার্ড, স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার জাফর ইকবালের স্থায়ী কোনো অফিস না থাকায় বিভিন্ন সময়ে ভাড়া বাসাকে অফিস হিসেবে ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে গাইবান্ধার সাদুল্যাপুর থানায় মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ