রুপন্তীর ‘হিন্দি ভিন্দি’ আসছে ২৭ ফেব্রুয়ারি
Published: 20th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তরুণ অভিনেত্রী রুপন্তী আকিদ অভিনীত সিনেমা ‘হিন্দি ভিন্দি’। ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানান এই অভিনেত্রী।
ছবিটি পরিচালনা করেছেন সিডনিভিত্তিক ভারতীয় নির্মাতা আলী সায়েদ। এতে ‘রিহানা’ নামে এক অস্ট্রেলীয় তরুণীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত রুপন্তীকে।
সিনেমার সহশিল্পীদের সঙ্গে রুপন্তী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ২ জন আটক
লক্ষ্মীপুরে চোর সন্দেহে পিটুনিতে শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর উপজেলার সবুজের গোঁজা এলাকায় তাঁকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাজু হোসেন (২৮)। তিনি উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সবুজের গোঁজা নামে এলাকায় রোববার গভীর রাতে কবির হোসেনের বাড়িতে রাজু হোসেন প্রবেশ করেন। বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা চোর সন্দেহে রাজুকে পিটুনি দেওয়া হয়। রাতভর কয়েক দফায় তাঁকে পিটুনি দেন স্থানীয় লোকজন। একপর্যায়ে রাজু গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার সকালে তিনি মারা যান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির হোসেন ও রেখা বেগম নামে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, চররুহিতার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন রাজু হোসেন। গতকাল রাতের অন্ধকারে কবির হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ দুজনকে আটক করা হয়েছে। নিহত রাজুর পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন।