২১ ফেব্রুয়ারি ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
Published: 20th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই। এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরির্দশন শেষে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দু একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। পুলিশের পুলিশ সদস্যদের মনোবল বাড়ছে।
তিনি আরও বলেন, শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত ১২টা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত ১২:৪০ মিনিটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেইট খোলা থাকবে।
এদিকে, আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত ১২ টা ০১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।
টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।