কুলিয়ারচরে চাল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
Published: 20th, February 2025 GMT
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে চাল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১০টায় উপজেলার বাজরা বাসস্ট্যান্ড সংলগ্ন কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চাল ব্যবসায়ী উবাইদুল্লাহ পাইলট (৪৫) বাজরা মাছিমপুর মুন্সি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি বাজরা বাসস্ট্যান্ডে চালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।
এ বিষয়ে নিহতের চাচা সাগর মিয়া বলেন, আমার ভাতিজার কোনো শত্রু থাকার কথা না। কি কারণের আমার ভাতিজাকে গলাকেটে মেরে ফেললো কিছুই বলতে পারছি না। ভাতিজার সংসারের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এখন কি হবে তাদের। আমি চাই দ্রুত খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
কোনো কথা না বলেও অনেক কথা বললেন সুনেরাহ্
লিখনের মুখে কোনো কথা নেই। তবে চোখ আর অভিব্যক্তিতে হাজারও কথা। কথা বলতে না পারা চরিত্রটিকে কড়ায়–গন্ডায় পড়তে পেরেছেন দর্শক। চরিত্রটির নির্বাক চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। পর্দা থেকে দর্শকের হৃদয়জুড়ে মায়া ছড়িয়েছেন লিখন; কখনো হাসিয়েছেন, কখনো ভাবিয়েছেন।
লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন সুনেরাহ্। ক্যারিয়ারে প্রথমবার বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন, প্রথমবারই লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখছেন, চরিত্রটির মায়ায় পড়ে গেছেন তাঁরা।
প্রস্তাবটা পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’
‘ন ডরাই’–এর কথা নিশ্চয়ই মনে আছে! চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ্। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে প্রিয়াম চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’-তেও অভিনয় করেছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নজর কেড়েছেন তিনি।
‘দাগি’ চলচ্চিত্রে বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্