দেখে মনে হতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তামিম ইকবাল! তবে বিষয়টি তা নয়। আসন্ন প্রতিযোগিতার আগে পুরনো সতীর্থদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে অবস্থান করছেন দেশের অন্যতম সফল এই ওপেনার। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন তিনি।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে লেখেন, 'আশাকরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা।' ছবিতে আরও ছিলেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।

দুবাইয়ে তামিমের নিয়মিত যাতায়াত থাকলেও এবার সফরের উপলক্ষ ভিন্ন। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হয়তো গ্যালারিতে বসে উপভোগ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই, তবে মাঠের বাইরে থেকে দলকে অনুপ্রাণিত করতে পারেন দেশসেরা এই ব্যাটার।

চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বিকেল ৩টায় দুবাইয়ে শুরু হবে লাল-সবুজের দলের অভিযান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী, 'সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি না। আমরা যদি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, যেকোনো দলকে হারানো সম্ভব।'

ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের জয় ৩২টি, বাংলাদেশের ৮টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বশেষ পরাজয় ২০০৭ বিশ্বকাপে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। এবারও বড় কিছু করার লক্ষ্যে মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা

মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

জাতিসংঘের আবেদন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।

৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪

মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

সম্পর্কিত নিবন্ধ