দুবাইতে তাসকিনদের সঙ্গে তামিম ইকবাল
Published: 20th, February 2025 GMT
দেখে মনে হতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তামিম ইকবাল! তবে বিষয়টি তা নয়। আসন্ন প্রতিযোগিতার আগে পুরনো সতীর্থদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে অবস্থান করছেন দেশের অন্যতম সফল এই ওপেনার। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন তিনি।
গতকাল (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে লেখেন, 'আশাকরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা।' ছবিতে আরও ছিলেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।
দুবাইয়ে তামিমের নিয়মিত যাতায়াত থাকলেও এবার সফরের উপলক্ষ ভিন্ন। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হয়তো গ্যালারিতে বসে উপভোগ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই, তবে মাঠের বাইরে থেকে দলকে অনুপ্রাণিত করতে পারেন দেশসেরা এই ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বিকেল ৩টায় দুবাইয়ে শুরু হবে লাল-সবুজের দলের অভিযান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী, 'সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি না। আমরা যদি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, যেকোনো দলকে হারানো সম্ভব।'
ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের জয় ৩২টি, বাংলাদেশের ৮টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বশেষ পরাজয় ২০০৭ বিশ্বকাপে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। এবারও বড় কিছু করার লক্ষ্যে মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা
সুদানে জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
সুদানের কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের ভবনটিতে গতকাল শনিবার এ হামলা হয়।
গুতেরেসের বিবৃতিতে বলা হয়, হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন।
গুতেরেস বলেন, ‘দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
হামলায় নিহত শান্তিরক্ষীদের সবাই বাংলাদেশি। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন। হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন।সুদানের সেনাবাহিনী ওই হামলার দায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে দেশটির আধা সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে।
সুদানে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এ লড়াই চলছে।
আরএসএফ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং এর পেছনে যাঁরা আছেন, তাঁদের ধ্বংসাত্মক কৌশলের স্পষ্ট প্রকাশ।
সুদান সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে একটি স্থান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে। তারা বলেছে, এটি জাতিসংঘের স্থাপনা।
বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।.আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবযেখানে হামলা হয়েছে, সেই তেলসমৃদ্ধ অঞ্চল আবেই নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর থেকে সেখানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মোতায়েন রয়েছে।
দুই দেশের সীমান্তে অবস্থিত আবেই বিশেষ প্রশাসনিক মর্যাদার অঞ্চল।
সুদানের আবেই অঞ্চলে একটি সড়কে দায়িত্ব পালন করছেন জাতিসংঘের একজন শান্তিরক্ষী