সিলেটে বালুর নিচে আনা হচ্ছিল ৩১৯ বস্তা ‘বুঙ্গার চিনি’, গ্রেপ্তার ২
Published: 20th, February 2025 GMT
একটি ট্রাকের ভেতরে বালুর নিচে কৌশলে লুকিয়ে আনা হচ্ছিল ভারত থেকে চোরাচালানে আসা ৩১৯ বস্তা চিনি। ‘বুঙ্গার চিনি’ হিসেবে পরিচিত এসব চিনি নেওয়া হচ্ছিল সিলেট শহরে। ট্রাকটি তল্লাশি করে এসব অবৈধ চিনি তাৎক্ষণিকভাবে জব্দ করেছে পুলিশ। এ সময় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সিলেট মহানগরের শাহপরান থানার দাসপাড়া এলাকায় মুসলিম হাইস্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে। এ ঘটনায় গতকাল বুধবার শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো.
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহেল চন্দ্র সরকার ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তল্লাশিচৌকিতে একটি ট্রাক থামান। এ সময় তাঁরা তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বালুর নিচে লুকানো অবস্থায় ৩১৯ বস্তা ভারতীয় চিনি দেখতে পান। এসব বস্তায় ১৫ হাজার ৬১৩ কেজি চিনি ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে ১৯ লাখ টাকা।
এ সময় ট্রাকটির চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, চিনি পাচারের সঙ্গে আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত আছেন।
হাবিবুর ও জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে পালিয়ে যাবে আওয়ামী পরবর্তী জুলুমবাজের দল’
জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সামনে আরেকটি অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থান হবে ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থান। ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে পালিয়ে যাবে আওয়ামী লীগ পরবর্তী জুলুমবাজের দল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাগর আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
সাইয়েদ জামিল বলেন, অতীতে আপনারা আওয়ামী লীগ সরকার দেখেছেন, বিএনপি সরকার দেখেছেন, জাতীয় পার্টির সরকারও দেখেছেন। এবার আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ব্যক্তিগত লাভের আশা করবেন না, পুরোনো নেতাদের মিষ্টি কথার ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রকে ঢেলে সাজাবার, সিস্টেমকে ভেঙে গড়বার ক্ষমতা এবার আপনাদের হাতে। আমার বিশ্বাস, আপনারা দেশের অধিকাংশ মানুষের মতোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান। ন্যায় ও ইনসাফের সমাজ এবং রাষ্ট্র চান।
পরে দলের নেতাকর্মীদের সঙ্গে বালিয়াকান্দির বিভিন্ন বাজারঘাট ও গণজমায়াতের স্থানগুলোতে দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের করণীয় এবং এনসিপিতে যোগদানের আহ্বান সম্বলিত লিফলেট বিলির কর্মসূচিতে অংশ নেন তিনি। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক এনামুল হক জমিদার, বালিয়াকান্দি উপজেলা এনসিপির সংগঠক শফিউল মনির মিয়া, মিজানুর রহমান রাকিব, মো. আল আমিন, মিজানুর রহমান মোল্লা এবং কালুখালী উপজেলার সংগঠক মো. মারুফ হোসেন, বোরহান মাহমুদ, জিহাদুল ইসলাম প্রমুখ।