বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
Published: 20th, February 2025 GMT
বন্ধুর মোটরসাইকেলে চড়ে আত্মীয়ের বাড়িতে তানভির শোয়েব নিজের বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান তানভির। হাসপাতালে নেওয়ার পথে তাঁর বন্ধুরও মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকায়।
নিহত তানভির শোয়েব (২৩) শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের বেনু মিয়ার ছেলে। তাঁর বন্ধু নিহত শাহ আলমের বাড়িও একই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার তানভির শোয়েবের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের দাওয়াত দিতে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে করে তানভির ও তাঁর বন্ধু শাহ আলম উপজেলার নূরপুর যাচ্ছিলেন। শাহ আলম মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কাঁঠালতলী এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তানভির ও শাহ আলম সড়কে ছিটকে পড়েন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাঁদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলে তানভির নিহত হন। শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনার পরপরই দুই চালক মোটরসাইকেল ও ট্রাক নিয়ে পালিয়ে যান।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ থানায় রাখা হয়েছে। নিহত ভানভির শোয়েবের স্বজনেরা জানান, তাঁর বিয়ের দিন ছিল কাল শুক্রবার। এমন দুর্ঘটনা সত্যিই দুঃখজনক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার বিতরণ
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারপত্র বিলি করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়ার সঞ্চালনায় বিশেষ ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিক দেওয়ান, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাইফুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহবায়ক শফিক ভূইয়া, সদস্য এজাজ ভূইয়া, নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে সাধারণ মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। দিনের ভোট আগের দিন রাতেই শেষ করে বাক্স ভর্তি করে রেখেছে। হাসিনা ও তার দোষরা পালিয়ে যাওয়ার কারণে দেশে গনতন্ত্র ফিরে আসবে। মানুষের ভোটের অধিকার ফিরে পাবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।
এসময় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।