বন্ধুর মোটরসাইকেলে চড়ে আত্মীয়ের বাড়িতে তানভির শোয়েব নিজের বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান তানভির। হাসপাতালে নেওয়ার পথে তাঁর বন্ধুরও মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকায়।

নিহত তানভির শোয়েব (২৩) শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের বেনু মিয়ার ছেলে। তাঁর বন্ধু নিহত শাহ আলমের বাড়িও একই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার তানভির শোয়েবের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের দাওয়াত দিতে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে করে তানভির ও তাঁর বন্ধু শাহ আলম উপজেলার নূরপুর যাচ্ছিলেন। শাহ আলম মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কাঁঠালতলী এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তানভির ও শাহ আলম সড়কে ছিটকে পড়েন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাঁদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলে তানভির নিহত হন। শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওই ঘটনার পরপরই দুই চালক মোটরসাইকেল ও ট্রাক নিয়ে পালিয়ে যান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ থানায় রাখা হয়েছে। নিহত ভানভির শোয়েবের স্বজনেরা জানান, তাঁর বিয়ের দিন ছিল কাল শুক্রবার। এমন দুর্ঘটনা সত্যিই দুঃখজনক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হ আলম দ র ঘটন

এছাড়াও পড়ুন:

পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছে ইরান: জাতিসংঘ

পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। যদিও তেহরান কখনোই তাদের অভিযোগ স্বীকার করেনি। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

গালফ টাইমসের খবরে বলা হয়, বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, এ বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে খণ্ড খণ্ড (পারমাণবিক) শক্তি আছে, একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে। ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয়, যা আমাদের স্বীকার করতেই হবে।

ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি যাচাই করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে। এ ক্ষেত্রে বিষয়টি আমাদের যাচাই করতে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন। মার্কিন প্রশাসনসহ অন্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

রয়টার্স জানায়, ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি চীনা ‘টিপট’ তেল পরিশোধনাগারও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর চাপ বাড়াতে আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছে।

সম্পর্কিত নিবন্ধ