পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত একটি পাঠাগার ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন পাঠাগারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই ভবনে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। পাঠাগারটি দীর্ঘদিন ধরে বখাটে কিশোরদের আড্ডাস্থল ও মাদক সেবনের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, মাদক সেবন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বাউফল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.

সাব্বির আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই পাঠাগারে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল রেখেছিলেন। অগ্নিকাণ্ডে তাদের পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’

আরো পড়ুন:

আগুনে পুড়লো শতবছরের নানকার বাংলো

হবিগঞ্জে প্রাইভেট কারে আগুন

ঢাকা/ইমরান/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী মরদেহ উদ্ধার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রলার থেকে গোসলের উদ্দেশে নদীতে ঝাঁপ দেয় জয় ও তার সাতজন সহপাঠী। অন্যরা নিরাপদে উঠে এলেও জয় নিখোঁজ থাকে। 

আরো পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতায় সরকার যথেষ্ট উদ্বিগ্ন: উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে তিন কলেজ

নিহত জয় আহমেদ রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় বাসচালক মারুফের ছেলে। সে এ বছর পিআরডি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার্থী ছিল।

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ