তীব্র তুষারঝড়ের কারণে এক দিন পিছিয়ে গিয়েছিল ইন্টার মায়ামির কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগ। তবে প্রতিকূল আবহাওয়া পেরিয়ে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে একমাত্র গোল করে ফ্লোরিডার ক্লাবকে ১-০ গোলের জয় উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

কঠিন ঠাণ্ডায় খেলার অভিজ্ঞতা ছিল না মেসির। এমন শীতে মাঠে নামলে চোটের ঝুঁকি থাকায় তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। একই শঙ্কা ছিল লুইস সুয়ারেজসহ দলের অন্য খেলোয়াড়দের নিয়েও। তবে সব দ্বিধা উড়িয়ে মাঠে নেমে জয়সূচক গোল করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মেসি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করেন মেসি। সতীর্থের পাস থেকে নিচু শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি, ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

আগামী মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে খেলবে মেসির দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস

বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরে আসতে পারে ৪৯তম বিসিএস। এই বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা। 

চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস হবে। নতুন সিলেবাস এমন হবে, যেন প্রার্থীরা বিশ্বের যেকোনো দেশে নিজেকে যোগ্য করে তুলতে পারেন। পিএসসি আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হবে।

পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে গবেষণা করছি। সেগুলোর সঙ্গে মিলিয়ে নতুন সিলেবাস করা হচ্ছে। নতুন সিলেবাসে মুখস্থ করার বিষয় কম থাকবে। শুধু সিভিল সার্ভিস নয়, প্রার্থীরা যেন গ্লোবাল ক্যান্ডিডেট হতে পারেন, সব ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, সেভাবে সিলেবাস করা হচ্ছে।

পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, ৪৯তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে। তবে সিলেবাসের বিষয়গুলোতে পরিবর্তন আসবে।

সম্পর্কিত নিবন্ধ