বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ কমে গেছে। তা-ও যদি সেই অন্যায় হয়ে থাকে গরিব মানুষের ওপর। কেউ প্রতিবাদ করতে চান না। কেননা যাঁরা অন্যায় করেন, তাঁরা ক্ষমতাবান। কেউ অর্থে, কেউ অস্ত্রে। কে যায় খামোখা ঝামেলা করতে?
কিন্তু উত্তরার মেহেবুল হাসান ও নাসরিন আক্তার যখন দেখলেন, একটি মোটরসাইকেলে দুই তরুণ প্রচণ্ড শব্দে সামনের রিকশাকে ধাক্কা দিলেন, তাঁরা প্রতিবাদ করলেন। ওই রিকশায় শিশুসন্তানসহ এক দম্পতি যাচ্ছিলেন। যেকোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত।

কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মেহেবুল ও নাসরিনের জীবন বিপন্ন হওয়ার উপক্রম। প্রথমে দুই মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লেন। এরপর তাঁরা ওই যুগলকে আক্রমণ করলেন। একজন টেলিফোন করে অন্য সহযোগীদের ডেকে আনেন, যাঁদের একজনের হাতে ছিল ধারালো অস্ত্র।

ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন। তাঁরা বাঁচার জন্য চিৎকার করছেন। একপর্যায়ে ফুটপাত ঘেঁষে রাখা একটি রিকশার পেছনে আশ্রয় নেন হামলার শিকার পুরুষটি। তখন এক যুবক রিকশার সামনের দিকে ঘুরে তাঁর ওপর হামলা করেন। নারীর ওপর হামলাকারী যুবকও দৌড়ে রিকশার কাছে আসেন। এরপর হামলার শিকার নারী দৌড়ে পুরুষের কাছে এসে ঢাল হয়ে তাঁকে রক্ষার চেষ্টা করেন।

বুধবার প্রথম আলোর প্রথম পাতায় ছয়টি ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায়, কখনো নারীটি ধারালো অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন, কখনো পুরুষটির সামনে এসে দাঁড়াচ্ছেন, তাঁকে রক্ষার জন্য। অন্যদিকে অস্ত্রধারী একের পর এক আঘাত করে যাচ্ছেন। যুবকদের আঘাতে তাঁদের শরীর রক্তাক্ত হয়। হাত পা কেটে যায়। এরপরও ওই যুগল হাল ছেড়ে দেননি। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন। এগিয়ে আসে আশপাশে টহলে থাকা পুলিশ সদস্যরাও।

একজন পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে—এমন খবর এলে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় এ ঘটনায় জড়িত মো.

মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মঙ্গলবার বিকেলে আবদুল্লাহপুর পশ্চিম পাড়া থেকে রামদা দিয়ে ভুক্তভোগীদের কুপিয়ে আহত করা আসামি আলফাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের কোনাবাড়ী থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। আর আসামি মেহেদী হাসান সাঈফকে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে বুধবার ভোরে গ্রেপ্তার হন। তাঁর কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ঘটনার সময় তাঁর গায়ে থাকা একটি শার্ট জব্দ করা হয়।

কারা এই যুবক? পুলিশের দাবি, আটক সবাই স্থানীয় অপরাধী চক্রের সদস্য ও ভাসমান। তাঁরা মোটরসাইকেলে দীর্ঘদিন নানা অপরাধ করে আসছিলেন। তাহলে আগে ধরা হলো না কেন? ঢাকা শহরে কিশোর গ্যাং ও ‘বুড়ো’ গ্যাংদের দৌরাত্ম্য চলছে বহু বছর ধরে।‘ বুড়ো’ গ্যাং মানে কৈশোরোত্তীর্ণ বয়সী।

রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখেছি, এ ধরনের অপারেশন চালানো হতো বিরোধী দলের নেতা-কর্মীদের পাকড়াও করতে। কারণ, এর মাধ্যমে ক্ষমতাসীন দল রাজনৈতিক স্বার্থ উদ্ধার করত। বর্তমান সরকারের তো রাজনৈতিক অভিলাষ নেই। অতীতের অপরাধ দমন করতে গিয়ে সরকার যদি বর্তমানের প্রতি চোখ বুজে থাকে, তাহলে অভিযান ব্যর্থ হতে বাধ্য।  

আমরা ধারণা করেছিলাম, অপারেশন ডেভিল হান্ট এই অপরাধীদের সবাইকে একে একে ধরবে। কিন্তু কোথাও অঘটন না ঘটা পর্যন্ত কেউ ধরা পড়ে না। তাহলে সরকার কাদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে?

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যত দিন ‘ডেভিলরা’ থাকবে, তত দিন যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলবে। ৮ ফেব্রুয়ারি থেকে অভিযান চলছে। যাঁরা ধরা পড়ছেন, তাঁদের বেশির ভাগই ক্ষমতাচ্যূত রাজনৈতিক দলের নেতা-কর্মী ।

এ রকম মাস্তানি, হামলা ও সন্ত্রাসী ঘটনা কেবল উত্তরা নয়, প্রতিটি পাড়ায় হরহামেশা ঘটছে। এর সঙ্গে বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘাত ও মব জাস্টিসের ঘটনাও ঘটছে। অনেক ক্ষেত্রে মানুষ ভয়ে কথা বলছে না। আওয়ামী লীগ আমলে একধরনের ভয় ছিল, এখন অন্য ধরনের ভয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসিদের বরাত দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে দাবি করেছেন। কিন্তু এর সঙ্গে বাস্তবতার মিল নেই। কয়েক দিন আগে প্রথম আলোয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া ডাকাতির প্রতিবেদন প্রকাশিত হয়। অপারেশন ডেভিল হান্টের পর হত্যা, ছিনতাই, হামলার ঘটনা খুব কমেছে, তাও বলা যাবে না। কিছুদিন আগে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের চার সদস্যসহ পাঁচজন হামলার শিকার হয়েছেন। সেই মোহাম্মদপুরে বুধবার রাতে বন্ধুক যুদ্ধে দুই সন্ত্রাসী মারা গেল বলে পুলিশের দাবি।

সংবাদমাধ্যমে যেসব তথ্য এসেছে, তাতে দেখা যায়, অপারেশন ডেভিল হান্টে আটক ব্যক্তিদের ৯০ শতাংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মী। অর্থাৎ অতীতের কর্মকাণ্ডের জন্যই তাঁদের ধরা হয়েছে। অতীতে যাঁরা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনা নিশ্চয়ই ভালো উদ্যোগ। কিন্তু বর্তমানে যারা অপরাধ করে বেড়াচ্ছে, তারা কি পার পেয়ে যাবে?  

রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখেছি, এ ধরনের অপারেশন চালানো হতো বিরোধী দলের নেতা-কর্মীদের পাকড়াও করতে। কারণ, এর মাধ্যমে ক্ষমতাসীন দল রাজনৈতিক স্বার্থ উদ্ধার করত। বর্তমান সরকারের তো রাজনৈতিক অভিলাষ নেই। অতীতের অপরাধ দমন করতে গিয়ে সরকার যদি বর্তমানের প্রতি চোখ বুজে থাকে, তাহলে অভিযান ব্যর্থ হতে বাধ্য।  

একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মাটির নিচ কিংবা অন্তরিক্ষ—যেখানেই অপরাধীরা থাকুক না কেন, তাদের খুঁজে বের করা হবে। কিন্তু অপরাধীরা তো মাটির নিচেও থাকে না, অন্তরিক্ষেও না। তারা লোকালয়েই থাকে। তাদের ধরতে হলে লোকালয়েই সাঁড়াশি অভিযান চালাতে হবে। কে কোন দলের সমর্থক এটা দেখলে চলবে না।

সবশেষে উত্তরার ঘটনা আমাদের সমাজকেও একটা বার্তা দিল। সেটি হলো সাহস নিয়ে অপরাধীর মুখোমুখি দাঁড়ানো। উত্তরার ওই নারী ও পুরুষ ঝুঁকি নিয়েছিলেন বলেই অপরাধীরা ধরা পড়েছেন। তাঁদের স্যালুট জানাই। আসুন, তাদের মতো আমরাও পাড়ামহল্লার অপরাধীদের রুখে দাঁড়াই।

সোহরাব হাসান প্রথম আলোর যুগ্মসম্পাদক ও কবি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর র জন ত ক স অপর ধ দ অপর ধ র সরক র র অন য য় র জন য র ঘটন ক ষমত প রথম র ওপর

এছাড়াও পড়ুন:

সাবাশ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকদিয়ে ঢুকলেই নিতুন কুন্ডুর তৈরি ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি চোখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব অকুতোভয় শিক্ষক-ছাত্র প্রাণ উৎসর্গ করেন তাদের স্মৃতিকে চির অম্লান করে রাখার উদ্যোগে গড়ে তোলা হয় এ ভাস্কর্যটি। ১৯৯১ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে এর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৪০ বর্গফুট জায়গার ওপর ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে। এতে দু’জন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি রয়েছে। একজন রাইফেল উঁচু করে দাঁড়িয়ে আছেন আর তাঁর বাম বাহুটি মুষ্টিবদ্ধ করে জাগানো। অন্যজন রাইফেল হাতে দৌড়ের ভঙ্গিতে রয়েছেন। তার পরনে প্যান্ট, মাথায় এলোমেলো চুলের প্রাচুর্য, যা কিনা আধুনিক সভ্যতার প্রতীক। এ দু’জন মুক্তিযোদ্ধার পেছনে ৩৬ ফুট উঁচু একটি দেওয়ালও দাঁড়িয়ে আছে। দেওয়ালের ওপরের দিকে রয়েছে একটি শূন্য বৃত্ত, যা দেখতে সূর্যের মতোই। ভাস্কর্যটির নিচের দিকে ডান ও বাম উভয় পাশে ছয় ফুট বাই পাঁচ ফুট উঁচু দুটি ভিন্ন চিত্র খোদাই করা হয়েছে। ডান দিকের দেওয়ালে রয়েছেন দু’জন যুবক-যুবতী। বাম দিকের দেওয়ালে রয়েছে মায়ের কোলে শিশু, দু’জন যুবতী একজনের হাতে পতাকা। পতাকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে গেঞ্জি পরা এক কিশোর। 

সম্পর্কিত নিবন্ধ

  • বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি
  • শ্রম ভবনের সামনে বেতনের দাবিতে আন্দোলন, অসুস্থ হয়ে একজনের মৃত্যু
  • কেরানীগঞ্জে ব্যবসায়ীকে খুন—‘অনেক যন্ত্রণা ও কষ্ট দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে’
  • বদলির পরও যাচ্ছিলেন না বিএমডিএ’র ইডি, বের করা হলো জোর করে
  • যেভাবে ভালো থাকবে এসি
  • ‘ডিভোর্সের পর বাচ্চাদের সঙ্গে ওদের বাবার সম্পর্ক নষ্ট করিনি’
  • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
  • ৮২ বছর বয়সেও লড়াকু রানী হামিদ
  • নাফ নদীতে ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের বিষয়টি গুজবনির্ভর অপপ্রচার: বিজিবি
  • সাবাশ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়