ড্যাফোডিল কম্পিউটার্সের নাম পরিবর্তনের অনুমতি
Published: 20th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’ হবে। ২৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।
সোমবার (৩১ মার্চ) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নয়নের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নয়ন মিয়াসহ ১৩ জন জাফলং বেড়াতে আসে। বিকেলের দিকে নয়নসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে নয়ন পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।
জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’
ঢাকা/নূর/রাজীব