দুবাইয়ে স্পিন-পেস নিয়ে বাংলাদেশ-ভারত ‘উত্তেজনা’
Published: 20th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে এবার স্বাগতিক দল দুটি বললে কি খুব বেশি ভুল বলা হবে? এক স্বাগতিক দল তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের একটা অংশ হলেও অন্য স্বাগতিক কিন্তু আমিরাত দল নয়, অন্য ‘স্বাগতিক’ রোহিত শর্মার ভারত।
ভারতকে রূপক অর্থে স্বাগতিক বলার কারণটা সবারই বুঝতে পারার কথা। রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তানে টুর্নামেন্টের কোনো ম্যাচ খেলবে না। গ্রুপের সব ম্যাচ তো বটেই, সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। অন্য দলগুলোকে পাকিস্তান–দুবাই–পাকিস্তান করে টুর্নামেন্ট খেলতে হবে। বাংলাদেশ দল যেমন আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে গ্রুপের পরের দুই ম্যাচ খেলতে আগামীকাল চলে যাবে পাকিস্তানে।
দুবাইকে নিরপেক্ষ না বলে ‘তথাকথিত নিরপেক্ষ’ ভেন্যু বলাই ভালো। নিরপেক্ষ কোথায়, এটি এক অর্থে তো ভারতেরই ভেন্যু!
পাকিস্তানে পাকিস্তানের যেকোনো ম্যাচে পাকিস্তানের সমর্থন বেশি থাকবে স্বাভাবিক। কিন্তু পাকিস্তানে খেললে অন্য ম্যাচগুলোতেও ভারতীয় দল যে পরিমাণ সমর্থন পেত; দুবাইয়ে এর চেয়ে অনেক অনেক বেশি তো বটেই, অনেকটা দেশের মতোই সমর্থন পাবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের সমর্থনও কম থাকার কথা নয়। তবে ভারতের তুলনায় সেটি নগণ্যই হবে হয়তো।
কাল অনুশীলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব গত ক
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ইমাম আটক
কুমিল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই জামে মসজিদ সংলগ্ন কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা হাবিব উল্যাহ নামে মসজিদের ইমামকে ধরে পুলিশে সোপর্দ করেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।
ওই শিশুর স্বজন ও স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে লোলাই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন হাবিব উল্লাহ। পাশাপাশি তিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষা দেন। মসজিদের পাশেই হুজুরের শয়নকক্ষ। সকালে ওই শিশুর এক আত্মীয় শিশুটিকে খুঁজতে হুজুরের কক্ষে যান। সেখানে গিয়ে দেখেন মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছেন হুজুর। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ নামের একজন ইমামকে এলাকাবাসী ধরে দুপুরে পুলিশে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগি শিশুটির বাবা নেই। মা ভিক্ষা করেন। এ ঘটনায় মামলার পর শনিবার ধর্ষণ চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।