আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকরে ৪১৬তম র্পষদ সভা অনুষ্ঠিত
Published: 20th, February 2025 GMT
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৬তম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। এতে পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো.
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ, অতিরিক্ত পরিচালক মৃধা নবী হোসেন, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও সহকারী পরিচালক হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরেস্ট রেঞ্জার পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ, দুই বছর শিক্ষানবিশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে বন অধিদপ্তরের ফরেস্ট রেঞ্জার পদে ১৮ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা কার্যালয়ে যোগদান করতে হবে।
প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হবে।
আরও পড়ুন৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, আওতার বাইরে যাঁরা২৩ মার্চ ২০২৫যদি প্রার্থীদের মধ্য থেকে কেউ বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তবে এ নিয়োগপত্র বাতিল হবে।
চাকরিতে যোগদানকালে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং যৌতুক দেবেন না।
আরও পড়ুন৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রধান শিক্ষক হলেন, বেতন ১২তম গ্রেডে১ ঘণ্টা আগেপ্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো একটি বা একাধিক শিক্ষাগত যোগ্যতার সনদ ভবিষ্যতে ভুয়া/ত্রুটিপূর্ণ/জাল বা জালিয়াতি প্রমাণিত হলে কোনো প্রকার কারণ না দর্শিয়ে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিংকে।