ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এখন থেকে কোম্পানির নাম হবে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।

ডিএসএইর ওয়েবসাইটের তথ্যানুসারে, ২৩ ফেব্রুয়ারি থেকে এই নাম পরিবর্তন কার্যকর হবে, অর্থাৎ সেদিন থেকে কোম্পানিটি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি নামে পরিচিত হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৬ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৫৫ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২৩ সালে ৫ শতাংশ, ২০২২ সালে ৫ শতাংশ, ২০২১ সালে ৬ শতাংশ ও ২০২০ সালে ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডকে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসিতে রূপান্তরের অনুমতি দেন। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জে এ বিষয়ে আবেদন করে কোম্পানিটি। সেই আবদনের পরিপ্রেক্ষিতে ডিএসই এ অনুমোদন দেয়। এর খবর আজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৯ কোটি টাকা।

ড্যাফোডিল প্রাথমিকভাবে কম্পিউটারের ব্যবসা দিয়ে কোম্পানির কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কোনো কথা না বলেও অনেক কথা বললেন সুনেরাহ্

লিখনের মুখে কোনো কথা নেই। তবে চোখ আর অভিব্যক্তিতে হাজারও কথা। কথা বলতে না পারা চরিত্রটিকে কড়ায়–গন্ডায় পড়তে পেরেছেন দর্শক। চরিত্রটির নির্বাক চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। পর্দা থেকে দর্শকের হৃদয়জুড়ে মায়া ছড়িয়েছেন লিখন; কখনো হাসিয়েছেন, কখনো ভাবিয়েছেন।

লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন সুনেরাহ্। ক্যারিয়ারে প্রথমবার বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন, প্রথমবারই লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখছেন, চরিত্রটির মায়ায় পড়ে গেছেন তাঁরা।

প্রস্তাবটা পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’

‘ন ডরাই’–এর কথা নিশ্চয়ই মনে আছে! চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ্। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে প্রিয়াম চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’-তেও অভিনয় করেছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নজর কেড়েছেন তিনি।

‘দাগি’ চলচ্চিত্রে বাক্‌প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্

সম্পর্কিত নিবন্ধ