ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় মানবিকের পরীক্ষার তারিখ নির্ধারণ
Published: 20th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ বিকেলে দেড় ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনমাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৫ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। মানবিক বিভাগের খেলোয়াড় কোটায় আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলাভবন ষষ্ঠ তলার পরীক্ষার হল-১–এ পরীক্ষা নেওয়া হবে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্রুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবে।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন২০ ঘণ্টা আগেভর্তি প্রার্থীরা গত ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটের -এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। এবার আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
মোদিকে ছবি উপহার দিলেন অধ্যাপক ইউনূস, ছবিটি কিসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বাসসকে জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের।
অন্যদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একই তথ্য জানিয়ে বলা হয়, ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদকটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বাসসের খবরে বলা হয়, ব্যাংককে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’
প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।