বইমেলায় প্রকাশিত হয়েছে জোবায়ের মিলনের গল্পগ্রন্থ
Published: 20th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জোবায়ের মিলনের গল্পগ্রন্থ ‘মাথাহীন মানুষের দেশে’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। বইটিতে মোট ১২টি গল্প রয়েছে।
এই বইয়ের গল্পগুলোর পটভূমি সম্পর্কে লেখক জানিয়েছেন, জীবন এবং যাপনের বহুতরো যন্ত্রণা, নিঃসঙ্গতার কাঁটাতার, আমাদের মেরুদণ্ডহীনতা, মগজের মৃত্যু, সাম্প্রদায়িক-অসাম্প্রদায়িক-প্রগোতিশীলতার চির দ্বন্দ্ব, শাসকের অন্যায্য কর্মকাণ্ড, শোষকের অট্টহাসি, গর্বিত মানুষের ক্রমবর্ধিষ্ণু অহমিকা, অব্যক্ত দীর্ঘশত্রুতা, বহতায় বাধা, পদের ঔদ্ধত্য অসহনীয় হয়ে উঠলে ঘোর বৃত্তাবর্তে যে গর্তের সৃষ্টি হয়—হয় যে অভিঘাতজনিত অতি ক্রিয়া.
বইয়ের ফ্ল্যাপে সরকার আব্দুল মান্নান লিখেছেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার যে ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় আছে, সেই ইতিহাসে সংঘাতের স্বরূপচারিত্র্য নতুন কোনো বিষয় নয়। বরং এই দ্বন্দ্ব চির পুরাতন এবং চির নতুন। কেউ যদি বলে, এই সব বিষয় নিয়ে তো অনেক গল্প-উপন্যাস-নাটক রচিত হয়েছে, আর কেন? তাহলে সেই ভাবনা সঠিক নয়। কেননা, একজন সৃষ্টিশীল মানুষ নতুন কোনো ঘটনা লেখেন না। তিনি নতুন গল্প বানান না। তিনি সৃষ্টি করেন নতুন আখ্যান, সৃষ্টি করেন নতুন এক বিন্যাস, নতুন এক জীবন শৈলী। যিনি নতুন পটভূমির আলেক্ষ্যে নতুন কোনো জীবনাকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারেন, তিনি মহৎশিল্পী। এখানে গল্প বা ঘটনা কোনো বিষয় নয়—বিষয় হলো জীবনতৃষ্ণা এবং তৃষ্ণার জল কীভাবে পরিবেশিত হলো। মিলন এই পরিবেশষনায় যত্নের পরিচয় দিয়েছেন। যে যত্নটুকু, মমতাটুকু কথাসাহিত্য নির্মাণে গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন:
বইমেলায় প্রকাশিত হয়েছে গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ পাখির খোঁজে বাংলাজুড়ে’
জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’
‘মাথাহীন মানুষের দেশে’ গল্পগ্রন্থটি বইমেলায় পাওয়া যাবে বিদ্যাপ্রকাশের ১২৯,১৩০,১৩১,১৩২ নম্বর স্টলে। বইটির মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বইম ল য় প ত হয় ছ
এছাড়াও পড়ুন:
সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও পেল সিটি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ মোবারক জানিয়ে গতকাল মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের ঘরে ২১ মিনিটে পিছিয়েও পড়ে পেপ গার্দিওলার দল। তখন কি ম্যানচেস্টার সিটির সমর্থকদের মনে হয়েছিল, ২০১৬–১৭ মৌসুমের পর এবারই হয়তো প্রথমবারের মতো খালি হাতে মৌসুম শেষ করতে হবে!
আরও পড়ুনস্কালোনির কাছে হারলেই চাকরি যায় ব্রাজিল কোচদের১০ ঘণ্টা আগেমনের মধ্যে এমন কোনো শঙ্কা জেগে থাকলেও তা কেটে গেছে বিরতির পর। ৪৯ মিনিটে আর্লিং হলান্ড ও ৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে ঠিকই ২–১ গোলের জয় তুলে নেয় সিটি। সেমিফাইনালে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। ছেলেদের এফএ কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠল সিটি।
দুর্দান্ত খেলা নিকো ও’রেইলিকে এভাবেই অভিনন্দন জানান গার্দিওলা