যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, ‘আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব’ তিনি কাঠের তক্তা, গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পদার্থ (সেমিকন্ডাক্টর), ফার্মাসিউটিক্যালস–সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

মায়ামিতে এক সম্মেলনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পণ্য, চিপ, ফার্মাসিউটিক্যালস পণ্য, ওষুধ, কাঠের তক্তাজাতীয় পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছি।’ আরও বেশ কিছু পণ্যের ওপর আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুনট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর০২ ফেব্রুয়ারি ২০২৫

তবে ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। এরপর তিনি বহু আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। ঘন ঘন আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে আসছেন তিনি।

আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা০২ ফেব্রুয়ারি ২০২৫

তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্রাম্পের হুমকিও বদলেছে। এরপর কী আসতে চলেছে, সেটা নিয়ে অন্যান্য দেশ ও ব্যবসাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলছেন, ট্রাম্পের ব্যাপক হারে শুল্কারোপ মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প১১ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প র র ওপর

এছাড়াও পড়ুন:

শাহরুখের জমকালো উপস্থাপনায় আইপিএলের উদ্বোধন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী দিনেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠল এবারের আসরের। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতান বলিউডের তারকারা।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর মঞ্চে আসেন বলিউড কিং শাহরুখ খান। নিজের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আসরের শিরোপাজয়ী এই তারকা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক। মঞ্চে উঠে ইডেন গার্ডেন্সের দর্শকদের প্রশংসা করে শুরু করেন অনুষ্ঠান, এরপর একে একে ১০টি দলের নাম উচ্চারণ করে আইপিএলের সূচনার ঘোষণা দেন তিনি।

এরপর শুরু হয় সংগীত ও নৃত্য পরিবেশনা। বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল পারফর্ম করেন জনপ্রিয় গান ‘তুমি যে আমার’, ‘কর ময়দান ফতে’, ‘স্বামী’, ‘ঢোল বাজে’ ও ‘বন্দে মাতারাম’-এর মতো গানগুলোর মাধ্যমে। ১৫ মিনিটের পরিবেশনায় শ্রেয়া মঞ্চে ছড়ান সুরের জাদু।

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি। শাহরুখ মঞ্চে ডেকে এনে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে বলেন তাকে। কোহলিও শাহরুখের সঙ্গে তাল মিলিয়ে নাচে অংশ নেন। পাশে দাঁড়িয়ে থাকা রিঙ্কু সিং উপভোগ করেন সেই মুহূর্ত।

উদ্বোধনী মঞ্চে শাহরুখ ও শ্রেয়ার সঙ্গে দর্শকদের মাতিয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানিও। এই জমকালো আয়োজনে আইপিএলের শুরুর দিন রঙিন হয়ে উঠেছিল ইডেন গার্ডেন্স।

সম্পর্কিত নিবন্ধ

  • এল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা
  • ‘যথাযথ সম্মান’ না পেয়ে ক্ষোভ, এরপর বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি
  • ‘অভিষেকে’ আইপিএলে প্রথম সেঞ্চুরি ঈশানের, রান পাহাড়ে চড়ে জিতল হায়দরাবাদ
  • নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা
  • জিকে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ
  • এক হাতির মৃত্যুর পর চলে এল একপাল হাতি, ফসল মাড়িয়ে-চিৎকার করে যেন প্রতিবাদ জানাল
  • কল মার্জিং প্রতারণা কী, নিরাপদ থাকবেন যেভাবে
  • সল্ট–কোহলির ব্যাটে উড়ে গেল চ্যাম্পিয়ন কলকাতা
  • যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮
  • শাহরুখের জমকালো উপস্থাপনায় আইপিএলের উদ্বোধন