যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, ‘আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব’ তিনি কাঠের তক্তা, গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পদার্থ (সেমিকন্ডাক্টর), ফার্মাসিউটিক্যালস–সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

মায়ামিতে এক সম্মেলনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পণ্য, চিপ, ফার্মাসিউটিক্যালস পণ্য, ওষুধ, কাঠের তক্তাজাতীয় পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছি।’ আরও বেশ কিছু পণ্যের ওপর আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুনট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর০২ ফেব্রুয়ারি ২০২৫

তবে ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। এরপর তিনি বহু আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। ঘন ঘন আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে আসছেন তিনি।

আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা০২ ফেব্রুয়ারি ২০২৫

তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্রাম্পের হুমকিও বদলেছে। এরপর কী আসতে চলেছে, সেটা নিয়ে অন্যান্য দেশ ও ব্যবসাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলছেন, ট্রাম্পের ব্যাপক হারে শুল্কারোপ মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প১১ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প র র ওপর

এছাড়াও পড়ুন:

ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। 

ডিএমপি কমিশনারের দপ্তর থেকে শনিবার (১২ এপ্রিল) জারি করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর প্রায় এক মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবিপ্রধানের চেয়ার। এরপর ১ সেপ্টেম্বর ওই সময়ের ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।  

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নিষিদ্ধ সংগঠনের কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল চবি ছাত্রদল 
  • ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট দিয়ে প্রথম বর্ষে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা
  • ক্রসবারে মেসির দুই ফ্রি কক, অফসাইডে বাতিল সুয়ারেজের গোল
  • রিতুর ব্যাটে নাটকীয় জয়, বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
  • নাটকের প্রদর্শনী হবে, কর্মসূচি স্থগিত করেছেন নাট্যকর্মীরা
  • শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়: জেমস
  • ভালো সিনেমা নিয়ে নিশোর প্রশ্ন, জানালেন পরিকল্পনার কথা
  • ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে