মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানকালে ‘গুলিবিনিময়ে’ নিহত ২: পুলিশ
Published: 20th, February 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানকালে ‘গুলিবিনিময়ে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম জুম্মন (২৫)। তাঁকে সন্ত্রাসী বলছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে পরে যৌথবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দিবাগত রাত একটার দিকে যৌথবাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জুম্মনসহ দুজন নিহত হন। এ ঘটনায় যৌথবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।
হাফিজুর রহমান আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করে। লাশ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর পল্লবী এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবীর বালুরঘাট এলাকার একটি দোকানে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, গতকাল রাত পৌনে ১২টার দিকে এমন খবর আসে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তাঁরা হলেন সাকিব (১৮), মো. ইয়াছিন (১৯), মো. শিমুল (২০), মো. সুজন (১৯) ও রাব্বী হাসান ওরফে জয় (২০)।
পুলিশ জানিয়েছে, পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের ৭-৮ সঙ্গী দৌড়ে পালিয়ে যান। ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একত্র হয়েছিলেন বলে স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা।