Samakal:
2025-03-04@14:08:53 GMT

টপঅর্ডারে রান চান শান্ত

Published: 20th, February 2025 GMT

টপঅর্ডারে রান চান শান্ত

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গতকাল উদ্বোধন হলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আজ ভারতের বিপক্ষ ম্যাচে। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। যে ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে মরুতে। চ্যাম্পিয়ন্স ট্রফি, গ্রুপ প্রতিপক্ষ এবং নিজেদের দল নিয়ে গতকাল অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে চেষ্টা করবেন। 

ভারত, পাকিস্তানের মতো বাংলাদেশ ফেভারিট না। এটা বাড়তি সুবিধা? 
শান্ত:
এই টুর্নামেন্টের আটটি দলই মানসম্পন্ন। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো স্মৃতিও আছে আমাদের। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে কয়েকটি ম্যাচও জিতেছি। আমরা কাল পরিকল্পনামতো খেলতে পারলে এবং স্কিল কার্যকর করতে পারলে, ভালো ম্যাচ হবে।

বাংলাদেশ দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন। বেশি অলরাউন্ডার থাকা কি দলের জন্য ভালো?
শান্ত:
অলরাউন্ডার সব সময় দলে ভারসাম্য আনে। আমাদের কয়েকজন ভালো অলরাউন্ডার আছে। আশা করি, তারা কাল পারফর্ম করবে এবং দলের জন্য খেলবে। 

নাহিদ রানার মতো ফাস্ট বোলার আছেন। পেস বোলিংয়ে কার্যকর হওয়ার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
শান্ত:
আমরা গত কয়েক বছর কয়েকজন মানসম্পন্ন ফাস্ট বোলার পেয়েছি। নাহিদ রানা, তাসকিন আহমেদ যেভাবে বোলিং করছে, তা দলকে অনেক হেল্প করে। অধিনায়ক হিসেবে আমার চাওয়া, তারা গতি কাজে লাগিয়ে দলের জন্য কার্যকর বোলিং করবে। আমি খুশি, আমাদের দারুণ একটি ফাস্ট বোলিং ইউনিট আছে। এখানে কৃত্রিম আলোতে বল সুইং করবে। তারা ভালো জায়গায় বল করতে পারলে দল লাভবান হবে। 

বিপিএলের কারণে ওয়ানডে খেলা হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে ব্যাটারদের মানিয়ে নিতে সমস্যা হবে কিনা? 
শান্ত:
আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এই সংস্করণে আমরা অনেক ম্যাচ খেলেছি। বিপিএলের কয়েকজন ব্যাটার খুব ভালো করেছে। তারা অনেক রান করেছে, যেটা আমাদের আত্মবিশ্বাস দেবে। 

পাকিস্তানের মতো দুবাইয়েও কি হাই স্কোরিং ম্যাচ হতে পারে?
শান্ত:
পাকিস্তানের মতো এই ভেন্যুতে রান হবে। সম্প্রতি আমরা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি। আমরা জানি, উইকেট কেমন হবে। তবে আমরা জানি, ক্রিকেটার হিসেবে কখন, কোথায়, কীভাবে মানিয়ে নিয়ে গেম খেলতে হবে। আমার মনে হয় না, এটা কঠিন হবে। আমি নিশ্চিত, ছেলেরা জানে এ দুই ভেন্যুতে কীভাবে ক্রিকেট খেলবে। 

বাংলাদেশের পেস ইউনিট গড়ে ওঠার পেছনে কোচদের কী ধরনের ভূমিকা রয়েছে?
শান্ত:
আমার মনে হয় উইকেট এবং বল পরিবর্তন করায় এটা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট এখন ডিউক বলে খেলা হয়। লোকাল এবং বিদেশি অনেক কোচ আছেন, যারা বোলারদের উত্থানে সাহায্য করেছেন। তারা ফাস্ট বোলারদের উজ্জীবিত করেছেন কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। 

ভারতের বিপক্ষে নাহিদ রানার খেলার তেমন অভিজ্ঞতা নেই। তাঁর জন্য মানিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জিং হতে পারে?
শান্ত:
ভারতের বিপক্ষে সম্প্রতি একটি টেস্ট ম্যাচ খেলেছে রানা। কিছুটা অভিজ্ঞতা আছে। কাল তাকে ভালো খেলতে হবে। আমি যতটা বুঝি, সে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবে না। নিজের পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে ভাবে। কাল যদি খেলে আশা করব, দলের ভালোর জন্য সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। 

নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে ৩৩০ প্লাস রান করেছিলেন। এই টুর্নামেন্টে ওই ধরনের রান হতে পারে। এ ধরনের স্কোর করতে কতটা প্রস্তুত আছেন?
শান্ত:
উইকেট যে রকম থাকবে, ওই অনুযায়ী খেলার চেষ্টা করব আমরা। আমার মনে হয়, ওপরের দিকে যারা ব্যাটিং করে, তাদের লম্বা ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। যখন ওপরের শুরুটা ভালো করতে পারব, তখনই বড় রান করা সম্ভব। অবশ্যই কালকে উইকেট কন্ডিশন মেলানোর পর ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব। আর অতীতে আমরা অনেক বড় বড় রান করেছি। আমি বিশ্বাস করি, আমাদের ওই সামর্থ্যটুকু আছে। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল র জন য আম দ র র ন কর ন র মত উইক ট

এছাড়াও পড়ুন:

গোলাগুলির পর শান্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত 

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি শান্ত হয়েছে। সোমবার রাতভর তোরখাম সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মঙ্গলবার পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে রয়টার্স।

সোমবার রমজানের প্রথম কর্মদিবসে যখন পাকিস্তান থেকে আফগানিস্তানে খাদ্য আমদানি সাধারণত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, সেই দিনটিতেই এই সংঘাত শুরু হয়। সংঘর্ষের কারণে প্রায় ১৫ হাজার স্থানীয় বাসিন্দা লান্ডি কোটালে পালিয়ে গেছেন।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তরক্ষীরা কোনো সতর্কতা ছাড়াই সরকারি ভবন এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

সোমবার তালেবান নিয়ন্ত্রিত আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  একজন তালেবান যোদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন।

তোরখাম ক্রসিং হচ্ছে পাকিস্তান এবং স্থলবেষ্টিত আফগানিস্তানের মধ্যে যাত্রী এবং পণ্য পরিবহনের প্রধান পথ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশ দুটির মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৬ বিলিয়ন ডলারেরও বেশি।

সীমান্তবর্তী শহরে বসবাসকারী আলী শিনওয়ারি রয়টার্সকে বলেন, “দুই দেশের মধ্যে উত্তেজনা এবং সীমান্ত ক্রমাগত বন্ধ থাকার কারণে সীমান্ত এলাকার মানুষদের জন্য একাধিক সমস্যা তৈরি হচ্ছে। মানুষ খুবই দরিদ্র এবং সীমান্ত সম্পর্কিত ব্যবসার উপর নির্ভরশীল।”

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্ত-এলাকা ফাঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের কারণে ২১ ফেব্রুয়ারি থেকে তোরখাম ক্রসিং বন্ধ রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ