ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, ‘অনৈতিক’ ব্যাপারস্যাপার, সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’। এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়। বলা যায়, সারা দুনিয়ার তরুণেরাই সিরিজটিতে বুঁদ ছিলেন। ২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তাই তৃতীয় মৌসুমের অপেক্ষা যেন আর ফুরাচ্ছিলই না। অবশেষে ১৬ ফেব্রুয়ারি এসেছে তৃতীয় মৌসুমের প্রথম পর্ব, মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকেরা বলছেন, তিন বছরের অপেক্ষা বৃথা যায়নি।

‘দ্য হোয়াইট লোটাস’ নিয়ে লিখতে গিয়ে শিরোনামে ‘ডেলিসিয়াস’ শব্দটি রেখেছেন বেশ কয়েকজন সমালোচক। আসলেই সিরিজটি দারুণ। জনপ্রিয় সব পর্যটনকেন্দ্রে শুটিং, সময়ের সঙ্গে যায় এমন সব বিষয়; তাই বোদ্ধা থেকে সাধারণ দর্শক, সবারই সিরিজটি পছন্দ। তবে এসব ছাপিয়েও বড় কারণ হলো, নির্মাতাদের বার্তা। কার্যত পুরো সিরিজেই পুঁজিবাদী সমাজ নিয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতারা। আর গুরুগম্ভীর কোনো সংলাপ বা অতি নাটকীয়তা ছাড়াই ডার্ক কমেডির মোড়কে সেটা দেওয়া হয়েছে।

সিরিজে ‘মক’ চরিত্রে অভিনয় করেছেন লিসা। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সারা দুনিয়ার তরুণেরা বুঁদ, কী আছে এই সিরিজে

ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, ‘অনৈতিক’ ব্যাপারস্যাপার, সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’। এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়। বলা যায়, সারা দুনিয়ার তরুণেরাই সিরিজটিতে বুঁদ ছিলেন। ২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। তাই তৃতীয় মৌসুমের অপেক্ষা যেন আর ফুরাচ্ছিলই না। অবশেষে ১৬ ফেব্রুয়ারি এসেছে তৃতীয় মৌসুমের প্রথম পর্ব, মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকেরা বলছেন, তিন বছরের অপেক্ষা বৃথা যায়নি।

‘দ্য হোয়াইট লোটাস’ নিয়ে লিখতে গিয়ে শিরোনামে ‘ডেলিসিয়াস’ শব্দটি রেখেছেন বেশ কয়েকজন সমালোচক। আসলেই সিরিজটি দারুণ। জনপ্রিয় সব পর্যটনকেন্দ্রে শুটিং, সময়ের সঙ্গে যায় এমন সব বিষয়; তাই বোদ্ধা থেকে সাধারণ দর্শক, সবারই সিরিজটি পছন্দ। তবে এসব ছাপিয়েও বড় কারণ হলো, নির্মাতাদের বার্তা। কার্যত পুরো সিরিজেই পুঁজিবাদী সমাজ নিয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতারা। আর গুরুগম্ভীর কোনো সংলাপ বা অতি নাটকীয়তা ছাড়াই ডার্ক কমেডির মোড়কে সেটা দেওয়া হয়েছে।

সিরিজে ‘মক’ চরিত্রে অভিনয় করেছেন লিসা। এএফপি

সম্পর্কিত নিবন্ধ