অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’। বইটি প্রকাশ করেছে সাহিত্যপত্রিকা শব্দগুচ্ছ। 

শব্দগুচ্ছ এবছর ৩ জন তরুণ কবির পাণ্ডুলিপি নির্বাচন করে বই আকারে প্রকাশ করেছে। ‘চেয়ারের মুখোমুখি’ জাহিদ সোহাগের ১২তম কবিতার বই। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য ২০০ টাকা। পাওয়া যাবে বইমেলার নালন্দা, শব্দগুচ্ছ, অনুভব ও কাগজ প্রকাশনের স্টলে।

শব্দগুচ্ছর সম্পাদক ও প্রকাশক কবি হাসানআল আব্দুল্লাহ বলেন, ‘‘বাংলা কবিতায় এই সময়ে যাদুবাস্তবতার যে রূপ ফুটে উঠছে তা জাহিদ সোহাগের কবিতায় স্পষ্ট। তাঁর চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রক্ষেপণের ধরন আলাদা।’’

আরো পড়ুন:

বইমেলায় শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬’

বইমেলায় ‘চলতি পথের বাঁকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাহিদ সোহাগ বলেন, ‘‘কবিতার বই নিয়ে প্রায় কিছুই বলার থাকে না, নেইও, এবং এই বইটিও প্রায় শব্দহীন, নিরব।’’

জাহিদ সোহাগ একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী ও সাংবাদিক। তার জন্ম ১৯৮৩ সালের ১০ মার্চ, মাদারীপুর জেলা সদরের কুলপদ্বী গ্রামে। তার প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে- কবিতার বই: ‘আর্তনাদও এক বায়বীয় ঘোড়া’, ‘অসুখের শিরোনাম’, ‘দুপুর’, ‘ব্যক্তিগত পরিখা’, ‘ব্যাটারি-চালিত ইচ্ছা’, ‘নামহীন’, ‘অহেতু বুদ্বুদ’, ‘কয়েকটি সূর্য পেরিয়ে’, ‘রোদের ফালি তরমুজে’, ‘লুণ্ঠিত একা’, ‘প্রায় শূন্য’। নাট্যসংকলন: নিহত দিনের নাট্য; ছোটগল্প: বড়দের মাছমাংস; উপন্যাস: সে ও তার শুয়োর; শিশুতোষ: পান্তা চোরের গল্প; সম্পাদনা: তিন বাংলার শূন্যের কবিতা।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঈদে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল আয়োজন

ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করতে ভার্সেটাইল মিডিয়া নিয়ে আসছে  তারকাবহুল তিন নাটক। যে নাটকগুলোতে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ।  এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান,  অর্চিতা স্পর্শিয়া, নিলয় আলমগীর, হিমি, আরশ খান ও তাসনুভা তিশা। 

তিনটি বৈচিত্র্যময় গল্পের এই নাটকের একটি ‘প্রতিদান’। ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাহ মুহাম্মদ রাকিব। প্রবাসী এক তরুণের দেশে ফেরার পর তার অর্থ ও সম্পর্কের ক্রাইসিস নিয়ে এগিয়েছে এর গল্প। যে গল্পে প্রবাসী তরুণের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, হিমে হাফিজ ও নিকোল কুমার মণ্ডলসহ অনেকেই। 

নাটকে এই সময়ের অন্যতম আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটিকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার নিয়ে আসছে নাটক ‘সামার ভ্যাকেশন’। নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। কিন্তু তাতে নেই কোনো ভাড়ামি।  শহরে বড়লোক বাবার উড়ণচণ্ডি  এক জীবনকে উপভোগ করতে গ্রামে যান। এর ঘটে নানা ঘটনা। মূলত নাটকটির গল্পে অজপাড়া গায়ে সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে এতে। নির্মাতা মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই।

তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘পাপজন্ম’। নির্মাতার ভাষ্যে, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে। এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু,রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন,মনোজ রয়সহ অনেকেই। 

চাঁদরাত থেকে নাটকগুলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ