Prothomalo:
2025-02-24@17:03:14 GMT

মহাসড়কে অনিয়ম

Published: 20th, February 2025 GMT

২ / ৮মহাসড়কে মোটরসাইকেল চলা নিষেধ। তারপরও চলছে। হেলমেট ছাড়া যাচ্ছেন তিন যাত্রী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপির জনসভাকে ঘিরে নারায়ণগঞ্জে ফিরেছে প্রাণ-চাঞ্চল্য : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “এ জনসভাকে সাধারণ জনসভা হিসেবে মানুষ দেখছে না। গত ১৫ বছর নারায়ণগঞ্জে আমরা সমাবেশগুলো করেছি কিন্তু ভয়ে ভয়ে, সীমিত সময়ের জন্য।

সমাবেশে নেতা-কর্মীদের আসতে বাধা দেয়া হতো। পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের বাধাগ্রস্ত করতো। সমাবেশ হবে সম্পূর্ণ ভয়মুক্ত, স্বাধীন দেশে।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মিশনপাড়া এলাকায় সমাবেশস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ সমাবেশ শুরু হবে। সমাবেশ উপলক্ষে শহরের নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চ করা হয়েছে।

মামুন মাহমুদ বলেন, “জনসভাকে কেন্দ্র করে আমরা দেখছি, নারায়ণগঞ্জে প্রাণ-চাঞ্চল্য ফিরে এসেছে। এই জনসভাকে ঘিরে সকলে উৎসুক। আমাদের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ সমাবেশে অংশগ্রহণ করবে। মানুষ জানাতে চায় আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে। সেই বার্তা এখান থেকে তারা নিতে আসবে।”

জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য রাখবেন জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “ইনশাল্লাহ আগামীকালের জনসভা হবে নারায়ণগঞ্জে সর্বকালের বৃহৎ জনসভা।

এর মধ্যে আমরা কোনো বড় জনসভা করি নাই। কারণ ৬ মাস হয়েছে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আগামীকাল যে জনসভা করবো সেটি হবে বৃহৎ জনসভা। জনসভাকে ঘীরে বিএনপি নেতাকর্মীরা উৎসুক হয়ে আছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে আমরা এমন একটি জনসভা করছিল। মনে হচ্ছে, প্রাণ খুলে নিশ্বাস নিতে পারছি। কারণ গত ১৫ বছর আমরা নিশ্বাস নিতে পারি নাই। এখানে মুক্ত বাতাস গ্রহণ করবো। নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত হয়েছে এ ম্যাসেজ যাবে।

অন্যান্য জেলার মানুষ জানতো, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ, গডফাদারের জনপদ। আগামীকালের জনসভা থেকে আমরা ম্যাসেজ দিতে চাই সারাদেশে, নারায়ণগঞ্জ একটি শান্তির জনপদ। এ জনপদে আর কোনো গডফাদারের জন্ম হবে না। নেতাকর্মী ও আমাদের প্রমাণ করবো বিএনপির হাতে নারায়ণগঞ্জ সুন্দরভাবে পরিচালিত হয়।”

মামুন মাহমুদ বলেন, “এটি একটি ঐতিহাসিক জনসভায় রূপ নিবে। লক্ষাধিক মানুষ এখানে আসবে আমরা ধারণা করছি। এখানে শুধু আমাদের নেতা-কর্মীরাই আসবে না সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখছি। প্রচারণা মাইক যে এলাকায় গিয়েছে মানুষ এসেছে, জানতে চেয়েছে কে আসবে। তাদের মধ্যে যে আগ্রহ দেখা গেছে, তাতে মনে হয়েছে, সাধারণ মানুষও আসবে।”

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ