ছবি: আশরাফুল আলম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন দলের নাম ঘোষণা করবেন কে?
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ শুক্রবার। নতুন এই রাজনৈতিক দলের নাম কে ঘোষণা করবে তা নিয়ে আগ্রহ অনেকের। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার নতুন দলের নাম ঘোষণা করবেন।
নতুন দলের নাম এবং শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন তারা।
জানা গেছে, আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তারুণ্যে ভরপুর দলটির শীর্ষ ১০ পদও চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ ১০পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদে আছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নেমেছে। ইতিহাসের সাক্ষী হতে অনেকেই আগ্রহ নিয়ে উপস্থিত হচ্ছেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে।