আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ২৪ লাখ ৩৯ হাজার
Published: 20th, February 2025 GMT
কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন (এলএসএফএফ) প্রোগ্রামে ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার-এলএসএফএফ, বাংলাদেশপদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ/ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট/পাবলিক পলিসি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ফুড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা/সরকারি প্রতিষ্ঠান বা কোনো আন্তর্জাতিক দাতা সংস্থায় পাবলিক হেলথে ৮ থেকে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফুড ফর্টিফিকেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। উপস্থাপনা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানা বাধ্যতামূলক। দেশ-বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে বেতন ২৪ লাখ ৩৯ হাজার ৭৪৪ টাকা। এ ছাড়া স্বাস্থ্য সুবিধা, সরকারি ছুটি ছাড়াও চার সপ্তাহের ছুটির ব্যবস্থা আছে।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২২১ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৫।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল রোকেয়ার
কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার সমকালকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। শনিবার দুপুরে মরদেহ পরিবারের করা হস্তান্তর করা হয়েছে।