রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। তাঁরা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

প্রবেশপত্র, ফলাফল এবং ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে। এবারে এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আসন ১ হাজার ২৩৫টি।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৭ ঘণ্টা আগে

বিভাগভিত্তিক আসন সংখ্যা—

পুরকৌশল ১৮০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ৬০, স্থাপত্য ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ৩০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৬০, যন্ত্রকৌশল ১৮০, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ৬০, রাসায়নিক কৌশল ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১৮০, তড়িৎ ও কম্পিউটার কৌশল ৬০ এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৬০।

আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন১৮ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন১৭ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিন চাওয়ায় বাদীকে হাজতে পাঠালেন আদালত

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় করা এক মামলায় আসামি জড়িত নয় বলে হলফনামা (অ্যাফিডেভিট) দেন বাদী। পরে নিজে আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই জানান। আসামি করেও আবার জামিন চাওয়ায় আদালত কারণ জানতে চান। তবে কোনো সদুত্তর দিতে পারেননি বাদী। পরে বাদীকে হাজতখানায় পাঠিয়ে দেন আদালত। পাঁচ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকা দিয়ে মুক্তি পান বাদী তছলিমা আক্তার। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক প্রথম আলোকে বলেন, হাটহাজারীর একটি মামলায় গ্রেপ্তার আসামি আবুল মনসুর ও মো. হাসানের জামিনের আবেদন করা হয় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে। কয়েক মাস আগে এই দুজনসহ ৩১ জন আসামি জড়িত নন দাবি করে হলফনামা দিন বাদী তসলিমা আক্তার।

আসামি আবুল মনসুর হাটহাজারী ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা। গত ৫ ফেব্রুয়ারি তাকে ধরতে গিয়ে পুলিশ বাধার সম্মুখীন হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরদিন মনসুরকে হাটহাজারী থানার ৪ আগস্টের একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে।

আবুল মনসুর ও মো. হাসান গত ৫ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিন শুনানির সময় আসামিদের জামিনে আপত্তি নেই জানান বাদী। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, কেন মামলা করলেন, আবার হলফনামা দিলেন ৩১ আসামির নামে। এখন জামিনে আপত্তি নেই জানালেন। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি আরও বলেন, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টা হাজতবাসের পর বাদী ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবেন না বলে আদালতে লিখিত মুচলেকা দেন। পরে আদালত তাঁকে ছেড়ে দেন।

জুলাই-আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে মামলা হয়েছে ২১৯টি। গুলিতে মারা যান ১০ জন। আহত হন অন্তত পাঁচ শ বেশি। শুরু থেকে এসব মামলায় বাণিজ্যের অভিযোগ উঠে।

সম্পর্কিত নিবন্ধ