রুয়েটের মূল ভর্তি পরীক্ষা আজ, ১২৩৫ আসনের প্রার্থী ৮০০২ জন
Published: 20th, February 2025 GMT
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রাক্-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। তাঁরা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
প্রবেশপত্র, ফলাফল এবং ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে। এবারে এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আসন ১ হাজার ২৩৫টি।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৭ ঘণ্টা আগেবিভাগভিত্তিক আসন সংখ্যা—
পুরকৌশল ১৮০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ৬০, স্থাপত্য ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ৩০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৬০, যন্ত্রকৌশল ১৮০, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ৬০, রাসায়নিক কৌশল ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১৮০, তড়িৎ ও কম্পিউটার কৌশল ৬০ এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৬০।
আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন১৮ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন১৭ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে নতুন বছরকে বরণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। এ দিনটি উপলক্ষে সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডিসি স্কোয়ারে বেলুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির লোকজ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ অন্যান্য সরকারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ষবরণের এ অনুষ্ঠানে সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান বাধ্যযন্ত্র নিয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ডিসি স্কোয়ার মাঠে বর্ষবরণের মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিকেলে শহীদ মিনারের সামনের মাঠে কাবাডি প্রতিযোগিতা ও সন্ধ্যায় ডিসি স্কোয়ার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের কর্মসূচি রয়েছে।