যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিজের ভিটায় গেলেও বাড়িতে উঠতে পারেননি প্রবাসী মাহবুবুল আলম চৌধুরী। এমন দাবি করে নিজের বোনদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে মাহবুবুল আলম জানান, তাঁর অনুপস্থিতিতে বাড়ি দখল করা হয়েছে। সেখানে অনেক দামি আসবাব ও জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেগুলো বেহাত হওয়ার আশঙ্কায় আছেন তিনি।

বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম জানান, নগরীর পীরমহল্লা প্রভাতী-৩০ নম্বর শিরীন মঞ্জিল তাঁর পৈতৃক বাড়ি। উত্তরাধিকার সূত্রে বাড়ির ৫০ শতক জায়গার মালিক তারা ৯ ভাইবোন। প্রত্যেকে যার যার অংশ দখলে নিয়েছেন। তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে বাসবাস করছেন। সেখানে যাওয়ার আগে নিজের অংশে করা বাড়ি ভাড়া দিয়ে যান। গত বছর ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।

প্রবাসী মাহবুবুল আলমের অভিযোগ, গত বছর তাঁর দুই বোন তামান্না ও রেহানা চৌধুরীর নির্দেশে তাদের ভাড়াটিয়া শাকিল আহমদ, মোস্তাক আহমদ, রফিকুল ইসলাম রফিকসহ একদল সন্ত্রাসী বাড়ি দখলে নেয়। ২০২৪ সালের ১২ নভেম্বর দেশে ফিরলেও তিনি নিজ বাড়িতে উঠতে পারছেন না।

ওই প্রবাসী জানান, আরও আগেই তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বাড়ি উদ্ধারের আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়। এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে তামান্না চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান সমকালকে জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। ভাইবোন বিদেশ থাকায় সব সময় তাদের পাওয়া যায় না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ উপলক্ষে স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে স্মৃতি চিরন্তন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সঞ্চালনায় বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

আরো পড়ুন:

ভর্তি পরীক্ষা: ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯৪ শতাংশই ফেল

গণহত্যা দিবসে ঢাবিতে ব্লাক-আউট কর্মসূচি

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে উপজীব্য করে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যার একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এ গণহত্যা আরো বেদনাবিধুর। কেননা, এ গণহত্যায় আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্যকে আমরা হারিয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দেশটি স্বাধীন হয়েছে বলেই আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছি।”

তিনি বলেন, “এ স্বাধীনতার পেছনে অকুতোভয় বীরসেনানীদের চরম আত্মত্যাগ রয়েছে। এই বীরসেনানীদের প্রতি আমাদের দায় আছে, রক্তের ঋণ আছে। রক্তের এই ঋণ আমাদের প্রতিদিন স্মরণ করতে হবে। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা আছে। এগুলো আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী একেকটি মাইলফলক। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায্যতার প্রশ্নে প্রতিবারই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এসব গৌরবময় ইতিহাস আমরা যেন ভুলে না যাই।”

আলোচনা সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

দিবসটি উপলক্ষ্যে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় এক মিনিট ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া, গণহত্যা দিবস উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ৭০০ ব্যান্ডের নিলাম: বিনিয়োগকারীদের উদ্বেগের জবাব দিল সরকার
  • তাজউদ্দীন আহমদের স্বহস্তে লেখা মুক্তিযুদ্ধের অজানা দলিল: আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সারসংক্ষেপ
  • গণহত্যার অস্বীকার ঠেকাতে আগে বিচার দরকার
  • নদীর তীর ছাড়ছে না বালুখেকোরা
  • ইতিহাসই স্বাধীনতার প্রেরণা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত