কুয়েটের ঘটনায় স্বৈরাচারের দোসররা অনুপ্রাণিত হবে
Published: 20th, February 2025 GMT
যে কোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোট। পাশাপাশি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জোটের শীর্ষ নেতারা।
গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন, গণঅভ্যুত্থানের সব শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশি জাতীয়তাবাদীদের নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। সবাইকে সংযত ও পরমতসহিষ্ণুতার পরিচয় দিতে হবে। তারা বলেন, কুয়েটের ঘটনায় পতিত স্বৈরাচারের দোসররা অনুপ্রাণিত হবে ও ষড়যন্ত্রের ফাঁদ বিস্তৃত করবে।
নেতারা বলেন, রাজনীতি হোক প্রকাশ্যে। কেউ যদি এটা ভেবে থাকেন– জুলাইয়ের মিত্র সাবেক ছাত্রলীগ; আর ছাত্রশিবির ও ছাত্রদল জুলাইয়ের শত্রু, তাহলে তো জুলাইয়ের অর্জিত স্বাধীনতা রক্ষা কঠিন হয়ে যাবে। আমরা অপরাধীদের শাস্তি চাই। পাশাপাশি সহাবস্থান ও প্রগতির রাজনীতির পক্ষে। ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই স্বাধীনতা রক্ষা করা যাবে না। জোট নেতারা জাতির এ ক্রান্তিলগ্নে সবাইকে উদারতা, সহনশীলতা, ভিন্নমত ও সমালোচনা গ্রহণের মানসিকতা নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুদৃঢ় করার উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, নিজেদের মধ্যে অনৈক্য ফ্যাসিস্টদের নতুনভাবে পুনর্গঠনে সহায়তা করবে। আসুন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকি।
বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কিউইদের বিপক্ষে বাংলাদেশের জয় চাইছে পাকিস্তান
বাংলাদেশের পর পাকিস্তানের বিপক্ষেও জয়; এই মুহূর্তে টানা দুই জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। তবে গ্রুপ ‘এ’ থেকে সেমিতে ওঠার সম্ভাবনা এখনও চারটি দলের রয়েছে। পাকিস্তান টানা দুটি ম্যাচ হারলেও বাদ পড়েনি আসর থেকে। এখন পর্যন্ত এই গ্রুপে বাকি রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড, ভারত-নিউজিল্যান্ড এবং বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ।
ভারত বাদে এই গ্রুপের বাকি তিনটি দলেরই একটি করে ম্যাচ জেতার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ যদি আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। নিউজিল্যান্ডকে যদি ভারত হারিয়ে দেয় আর পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জয় পায়, তাহলে তিনটি দলেরই একটি করে জয় হবে। সে ক্ষেত্রে প্রথমে রান রেট দেখা হবে। তাই সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে।
আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।
এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।