পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে প্রচলিত আইন অমান্য করায় কমলগঞ্জের একটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামের ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং সেখানে থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের নির্ধারিত ধারা অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া ওই ভাটার মালিকের কাছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করার সুযোগ নেই। এমন ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানে কোনো আপস করা হবে না।

এর আগে মঙ্গলবার সুনামগঞ্জের ছাতকে বেআইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। অভিযানের সময় ছাতকের সুরমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দণ্ডিত করা হয়। অভিযানে বেআইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর কারণে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ ইটভ ট ইটভ ট র সহক র

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ