Samakal:
2025-03-31@13:25:56 GMT

আলোচনা উস্কে দিল ৩ ছবি

Published: 20th, February 2025 GMT

আলোচনা উস্কে দিল ৩ ছবি

ফরিদপুরের ভাঙ্গা থানায় নবনিযুক্ত ওসিকে শুভেচ্ছা জানানো উপলক্ষে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা উপজেলা শাখার নেতাদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের দুই নেতাকে দেখা গেছে। গত সোমবার ভাঙ্গা থানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার আহ্বায়ক মো.

আনিসুর রহমান জানান, এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

গণঅধিকার পরিষদের ভাঙ্গা শাখার আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব মো. আতিকুল্লাহ হেলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিরু মাতুব্বরের সঙ্গে গণঅধিকার পরিষদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ১৭ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় নবনিযুক্ত ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী ফ্যাসিবাদের দোসর মিরু মাতুব্বরের সঙ্গে ছবি তোলায় গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার যুগ্ম সদস্য সচিব করিম শরীফকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। তা ছাড়া কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের নেতা করিম শরীফ সমকালকে বলেন, তিনি নোটিশটি পেয়েছেন। নোটিশের জবাব যথাসময়ের মধ্যেই দেবেন। তাঁর দাবি, মিরু মাতুব্বরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক কোনো দিন ছিল না, এমনকি তাঁকে চেনেনও না।

ওসি শফিকুল ইসলামের ভাষ্য, জিওপি নেতা আনিসুর রহমান তাঁকে জানিয়েছেন, ওই দুই নেতা (মিরু মাতুব্বর ও বিপুল মুন্সী) আগে আওয়ামী লীগ করতেন। তারা গণঅধিকার পরিষদে নতুন যোগ দিয়েছেন। এই থানায় তিনি (ওসি) সবেমাত্র যোগদান করেছেন, সবাইকে ঠিকমতো চেনেন না।

ফেসবুকে তিনটি ছবি ছড়িয়েছে। একটি ছবিতে দেখা যায়, ওসির সঙ্গে সাক্ষাতের আগে থানা ফটকে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের দু’জন নেতাকে নিয়ে ছবি তুলছেন গণঅধিকার পরিষদের ভাঙ্গা শাখার আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব মো. আতিকুল্লাহ্‌ হেলালসহ দলের কয়েকজন নেতাকর্মী। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, ওসিকে ফুলের তোড়া দিচ্ছেন নেতারা। এ সময় ওসির বাঁয়ে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মিরু মাতুব্বর, ভাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক বিপুল মুন্সী ও গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার নেতৃবৃন্দ। সেলফি তুলছেন গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার যুগ্ম সদস্য সচিব করিম শরীফ।

এই দুটি ছবির পাশাপাশি আরেকটি ছবি ফেসবুকে ছড়িয়েছে। সেখানে ভাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মিরু মাতুব্বর এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী রয়েছেন। দুই নেতাকে ফুলের মালা গলায় পরিয়ে দিচ্ছেন এমপি।

বিষয়টি নিয়ে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু বলেন, ‘মিরু মাতুব্বর ও বিপুল মুন্সি সাবেক এমপি 
নিক্সনের অনুসারী ছিলেন। তাদের লালনপালন করতেন আওয়ামী-বিএনপি লীগের সুবিধাবাদী জাফর মুন্সী ও বাকি মাতুব্বর (সাবেক পৌর কাউন্সিলর)।’

গণঅধিকার পারিষদের নেতারা স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিলে তার দায়ভার তাদেরই নিতে হবে মন্তব্য করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্মরণ আহমেদ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ভোল পাল্টে বিএনপিসহ অন্য দলে আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য সবাইকে আরও সচেতন হতে হবে।

ফোন না ধরায় এ বিষয়ে মিরু মাতুব্বর বা বিপুল মুন্সী কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

গণঅধিকার পরিষদ নেতা আনিসুর রহমান বলেন, নোটিশের জবাব অনুযায়ী করিম শরীফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বুধবার রাতে সমকালকে বলেন, আনিসুর রহমান ও আতিকুল্লাহ হেলালের সঙ্গে ছবিতে আওয়ামী দোসর দু’জনকে দেখা গেছে। তারা কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে চেনেন না বলে জেলা কমিটিকে জানিয়েছেন। তার পরও বিষয়টির খোঁজ নিয়ে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে দু’জনের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গণঅধ ক র প ম ত ব বর উপজ ল আওয় ম

এছাড়াও পড়ুন:

উপদেষ্টাদের বিদেশ সফর কমিয়ে মানুষের কাছে যাওয়া উচিত: রাশেদ খান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‍“উপদেষ্টারা এখন বেশি বেশি বিদেশ সফর করছেন। বিপ্লবী সরকারের উচিৎ বিদেশ সফর কমিয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে যাওয়া। মানুষের কষ্টের কথাগুলো শোনা উচিত তাদের। আপনাদের মনে রাখতে হবে, আপনারা বিপ্লবী সরকার।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। এটা করবেন না। এটা করলে শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।” 

শুক্রবার (২৮ মার্চ) ঝিনাইদহে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাতিসংঘ শূন্য বর্জ্য দিবস
অধ্যাপক ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের অভিনন্দন

বাংলাদেশে বিনিয়োগ-উৎপাদন বাড়ানোর আশ্বাস জিনপিংয়ের

ইফতার মাহফিলে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগেফরাত কামনা করে রাশেদ খান বলেন, “৭১-এ গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। ২৪-এ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। দেশে আর কোনো গণহত্যা চালানোর সুযোগ দেওয়া হবে না।”

গণঅধিকার পরিষদের তিনটি দাবি তুলে ধরে রাশেদ খান বলেন, “গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্রুত রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে।”

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, মুহাদ্দিস রবিউল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর লাবলু, জেলা বিএনপির সহ-সভাপিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রাসেল উদ্দিন ও সরকারি কেসি কলেজের সাবেক প্রফেসর মহব্বত হোমেন টিপু।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উপদেষ্টাদের বিদেশ সফর কমিয়ে মানুষের কাছে যাওয়া উচিত: রাশেদ খান