অপারেশন ‘ডেভিল হান্টে’ এক দিনে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট থাকা ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, ছুরি ও কিরিচ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধিদের দেওয়া তথ্য বলছে, বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ-সংক্রান্ত মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাপ প্রামাণিককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় একই রাতে গ্রেপ্তার করা হয়েছে উজানচর ইউনিয়ন মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা বেগমকে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ডা.
গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করে। এই বিশেষ অভিযানে গত ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি মোট ৪ হাজার ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেপ্তারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদরদপ্তর। ওই দিন সারাদেশে সামগ্রিকভাবে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ রোববার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন প্রমুখ।
সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে মাধবপুর উপজেলা ও পৌরসভার ১০৮টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে।