Samakal:
2025-04-14@06:13:16 GMT

‘ডেভিল হান্টে’ ধরা আরও ৫৩২ জন

Published: 20th, February 2025 GMT

‘ডেভিল হান্টে’ ধরা আরও ৫৩২ জন

অপারেশন ‘ডেভিল হান্টে’ এক দিনে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট থাকা ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, ছুরি ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধিদের দেওয়া তথ্য বলছে, বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ-সংক্রান্ত মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাপ প্রামাণিককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় একই রাতে গ্রেপ্তার করা হয়েছে উজানচর ইউনিয়ন মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা বেগমকে। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ডা.

খোকন আচার্য ও পরিমল চক্রবর্তী নামে দুই আওয়ামী লীগ নেতাকে। ডা. খোকন উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং পরিমল দলটির ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। একই রাতে শেরপুরের নালিতাবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবিদ আল হাসান সৈকতকে।

গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করে। এই বিশেষ অভিযানে গত ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি মোট ৪ হাজার ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেপ্তারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদরদপ্তর। ওই দিন সারাদেশে সামগ্রিকভাবে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ

সংবিধানে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশ জাসদ। আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নিজেদের এ অবস্থান তুলে ধরে দলটি।

আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের শুরুতে নিজেদের প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।

মুশতাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অবশ্যই চব্বিশের গণ–অভ্যুত্থান উল্লেখ করার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নব্বইয়ের গণ–অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। এই গণ–অভ্যুত্থানকেও সংবিধানে মর্যাদার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ মার্চের ভাষণ অপসারণ তাঁরা সমর্থন করেন না। দেশের নাম বাংলাতে পরিবর্তনকে তাঁরা অনাবশ্যক বলে মনে করেন।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যের বাণিজ্য দূতের ইউনিলিভার বাংলাদেশের সদরদপ্তর পরিদর্শন
  • ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
  • পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতন্ত্র উচ্ছেদ হবে না: জেএসডি
  • তেত্রিশে পা দৃষ্টির
  • মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ
  • জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’