এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, এসএসসির সূচিতে পরিবর্তন
Published: 20th, February 2025 GMT
চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সময়সূচিতে বলা হয়েছে, ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এর পর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, সকাল ১০টা অথবা দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনীতে (এমসিকিউ) ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষায় সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। আর ব্যবহারিকের ক্ষেত্রে ২৫ নম্বরের বহু নির্বাচনীতে ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে ২ ঘণ্টা ৩৫ মিনিট দেওয়া হবে।
এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে উত্তীর্ণ করতে হবে। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এদিকে, বৈসাবি উৎসবের কারণে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা শুরুর তারিখ ১০ এপ্রিল ঠিক থাকলেও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সংশোধিত সময়সূচিতে দেখা যায়, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে ১৩ মে। এতে তত্ত্বীয় পরীক্ষা শেষের সময় পিছিয়েছে। ৮ মের পরিবর্তে এখন তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। এ ছাড়া আগের রুটিনের সব তারিখ ও সময় ঠিক আছে। আগের মতোই ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এইচএসস ব যবহ র ক তত ত ব য় পর ক ষ র
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষার্থীদের পাশে থাকতে ছাত্রদলের জরুরি নির্দেশনা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এসএসসি) পরীক্ষার্থীদের পাশে থাকতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষা চলাকালীন প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষাকেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ায় বিশ্রামের ব্যবস্থা করতে যথাসাধ্য চেষ্টা করতে হবে। তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেনসিলের ব্যবস্থা করতে হবে। নেতাকর্মীদের যথাসাধ্য সম্মানিত অভিভাবকদের পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে তারা ছাত্রদলের নেতাকর্মীদের কোনোভাবেই গেটে জটলা না করা, কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।