Samakal:
2025-03-24@07:51:50 GMT

ভিডিও কলে হোয়াটসঅ্যাপ সংযোগ

Published: 19th, February 2025 GMT

ভিডিও কলে হোয়াটসঅ্যাপ সংযোগ

নিজেকে ছাড়িয়ে যাওয়ার মন্ত্রে হোয়াটসঅ্যাপ যেন মরিয়া। সময়ের আবর্তে দিয়ে যাচ্ছে নিত্যনতুন সেবার জানান। চ্যাটিংয়ের সঙ্গে ইন্টারনেট কলের জন্য অ্যাপটি সর্বাধিক জনপ্রিয়। বিশেষত নির্বিঘ্নে ভিডিও কলের জন্য বেশির ভাগ গ্রাহক মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং এ অ্যাপকেই পছন্দের তালিকার শীর্ষে নিয়েছেন।

সাধারণ মানুষের ভিডিও কলের গুরুত্ব বুঝে করোনার সময় থেকে অ্যাপটি দারুণ সব পরিষেবা দিয়ে আসছে। ইতোমধ্যে অ্যাপের ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল, ভয়েস কল সুইচ, কল লিঙ্ক ক্রিয়েট, এমনকি স্ক্রিন শেয়ারের মতো ফিচার জুড়ে গেছে। ভিডিও কলিং সেবাকে টেক্কা দিতে ও ভক্তদের দুর্দান্ত কলিং অভিজ্ঞতা দিতে নতুন পদক্ষেপ নিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩২ জন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে উপস্থিত থাকতে পারবেন। কিছু বেটা ইউজার নিয়মিত ইনভাইটেশন মেসেজ পাচ্ছেন বলে খবরে প্রকাশ।

লকডাউনের কঠিন সময় থেকেই হোয়াটসঅ্যাপ নিজের ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা (লিমিট) বাড়ানোর পরিকল্পনা করে। তবে নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ সংস্করণে একসঙ্গে ৩২ জন অ্যাপের মাধ্যমে ভিডিও কলে সরাসরি উপস্থিত থাকতে পারবেন। এর আগে সর্বাধিক আটজন মিলে কলসেবায় যুক্ত থাকতে পারতেন। উইন্ডোজ অ্যাপের সবশেষ আপডেট ইনস্টল করার পরেই ভিডিও কলের নতুন ফিচার দৃশ্যমান হবে। অনেকেই সুবিধাটি থেকে বঞ্চিত হচ্ছেন আপডেট না থাকার কারণে। আপাতত বেটা গ্রাহকরা সুবিধার আওতায় পড়বেন।

দ্রুতই সব দেশের জন্য ধাপে ধাপে বিশেষ পরিষেবাটি অবমুক্ত হবে। আপডেটে ৩২ জনের একসঙ্গে অডিও কলে অংশগ্রহণের খবর ছিল সর্বাধিক আলোচিত।

মেটার স্বপ্নদ্রষ্টা মার্ক জাকারবার্গ আগেই জানান দিয়েছিলেন, অ্যান্ড্রয়েড আর আইওএস (আইফোন) সংস্করণের জন্য হোয়াটসঅ্যাপে নিয়মিত পরিবর্তনে সুবিধা যুক্ত হবে। উইন্ডোজ সংস্করণে হোয়াটসঅ্যাপ দিয়ে ৩২ জনের একসঙ্গে ভিডিও কলের সুবিধা নতুন মাত্রা যোগ করবে। অন্যদিকে, অডিও কলের একই সংখ্যক সুবিধা আগে থেকেই সচল রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ য় টসঅ য প হ য় টসঅ য প ভ ড ও কল র র জন য আপড ট

এছাড়াও পড়ুন:

পোশাক রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবিএ ও বিজিএমইএর

দেশের পোশাক রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বিজিবিএর ইফতার ও দোয়া মাহফিলে দুই সংগঠনের নেতারা এমন প্রত্যয় ব্যক্ত করেন।

রাজধানীর উত্তরা ক্লাবে শনিবার বিজিবিএ সদস্য ও বিভিন্ন ব্যবসায় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এ ইফতার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার পোশাক রপ্তানির লক্ষ্য বিজিবিএর। এটি বাস্তবায়ন করতে হলে বিজিএমইএ ও বিজিবিএর মধ্যে যে দূরত্ব সেটি কমিয়ে আনতে হবে। বিজিএমইএ, বিজিবিএ ও বিকেএমইএকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য ও ব্যবসায়ীদের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর আসন্ন নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম, জেএফকে সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা কফিল উদ্দিন, টর্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন, এজিআই গ্রুপের চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল, বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিবিএর ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুর রহমান ফরহাদ।

বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, টেকসই বাণিজ্যের জন্য বিজিবিএ ও বিজিএমইএর মধ্যে যে গ্যাপ সেটি দূর করতে হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার পোশাক রফতানি, সেটি নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাণিজ্যের ক্ষেত্রে যেসব বাধা আছে সেগুলো দূর করতে হবে।

বিজিবিএর ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুর রহমান ফরহাদ বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে নতুন নতুন যেসব চ্যালেঞ্জ তৈরি হবে, সেগুলো মোকাবিলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বায়িং হাউস সেক্টরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, লাখ লাখ পরিবার এই সেক্টরের ওপর নির্ভরশীল, সবার কথা মাথায় রেখে উৎপাদনের সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পোশাক রপ্তানির ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সেক্টরগুলোর সহায়তা জোরদার করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • পোশাক রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবিএ ও বিজিএমইএর
  • পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের বড় জামাত: আসিফ মাহমুদ
  • পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের বড় জামাত, থাকবে আনন্দ মিছিল ও মেলা: আসিফ মাহমুদ
  • ঈদ আর বিজুর বিক্রি একসঙ্গে
  • ঈদের আগে বাড়িতেই নিন পেডিকিউর