Samakal:
2025-03-24@08:20:10 GMT

বৈশ্বিক আসরে এআই ইকোসিস্টেম

Published: 19th, February 2025 GMT

বৈশ্বিক আসরে এআই ইকোসিস্টেম

আগামী ২ মার্চ স্পেনের বার্সেলোনায় অবস্থিত হায়াত রিজেন্সি বার্সেলোনা টাওয়ারে বিশেষ সব ব্র্যান্ডের উপস্থাপনা প্রদর্শিত হবে। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫ আসরে তাদের নতুন কৌশলগত উদ্যোগ ‘অনার আলফা প্ল্যান’ উন্মোচনের সঙ্গে এআই নিয়ে নিজেদের নতুন সব উদ্ভাবন দর্শনার্থীর সামনে উপস্থাপন করবে।

বিশেষ ক্ষেত্রে ‘আলফা’ শব্দটি বহুমাত্রিক তাৎপর্য বহন করে। একদিকে এটি যেমন এগিয়ে থাকা চিন্তাধারা প্রকাশ ধরে, অন্যদিকে ঠিক তেমনি সর্বোচ্চ উৎকর্ষতার বিষয় তুলে ধরে; একই সঙ্গে এটি উদ্ভাবন ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সময়োপযোগী পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। ব্র্যান্ডের আলফা প্ল্যান নিজস্ব নতুন কৌশলগত লক্ষ্য হিসেবে সব ধরনের মূলনীতি ধারণ করে।

নতুন উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অংশীজনের মাধ্যমে উদ্ভাবন সমৃদ্ধ হবে। নিজেদের কৌশলগত দক্ষতা কাজে লাগিয়ে ও বৈশ্বিক অংশীজনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মধ্য দিয়ে সম্ভাবনার সীমানাকে আরও বাড়িয়ে শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলাই এখন ব্র্যান্ডের লক্ষ্য।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ভবিষ্যৎমুখী কনজ্যুমার টেক নিশ্চিতে ব্র্যান্ডটি কাজ করছে। বৈশ্বিক অংশীজনের সঙ্গে উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ এআই ইকোসিস্টেম গড়ে তোলা এখন ব্র্যান্ড হিসেবে তাদের প্রধান লক্ষ্য।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এআই ক শলগত

এছাড়াও পড়ুন:

ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া

ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ান কর্মকর্তারা বৈঠক করছেন। ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে আলোচনার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর এএফপির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছরের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিচ্ছেন এবং আশা করছেন রিয়াদে আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে। 

অস্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষ বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেছে। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া-ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প

ট্রাম্প-পুতিন আলোচনা চলতি সপ্তাহে

গতকাল রবিবার সৌদি আরবের রিয়াদে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকটি গভীর রাতে শেষ হয়। কিয়েভের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।

পরে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা জ্বালানিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন তার ন্যায়সংগত ও স্থায়ী শান্তির লক্ষ্যকে বাস্তব রূপ দিতে কাজ করে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ আশাবাদ ব্যক্ত করেছেন, যেকোনো চুক্তি ‘পূর্ণাঙ্গ’ যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে।

স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেন, তিনি মনে করেন সোমবার সৌদি আরবের আলোচনায় কিছু বাস্তব অগ্রগতি দেখা যাবে।

তবে গতকাল ক্রেমলিন সংকটের দ্রুত সমাধানের বিষয়ে উচ্চাশা প্রকাশ করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘আমরা এই পথের কেবল শুরুতে আছি।’

সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে বাস্তবায়িত হতে পারে, তা নিয়ে অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন দিমিত্রি পেসকভ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ ৩০ দিনের পূর্ণ এবং তাৎক্ষণিক বিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। কেবল জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ বন্ধের প্রস্তাব করেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারে পেসকভ বলেন, সামনে কঠিন আলোচনা রয়েছে।

আজ সোমবার রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, রিয়াদের রিটজ-কার্লটন হোটেল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে; হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিতে বলা হয়েছে।

তাস এবং আল আরাবিয়া উভয়ই জানিয়েছে, আলোচনা বন্ধ দরজার আড়ালে চলছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ