ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার পাবে। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় ৭ হাজার ৮০০ কোটি ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইডের প্রকাশিত একটি বৈশ্বিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। 

সমীক্ষায় জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং অর্থনৈতিক ন্যায়বিচারে জোর দেওয়া হয়েছে। 

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলন ঘিরে ‘হু ওজ হু’ নামের সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করে একশনএইড ইন্টারন্যাশনাল। 

প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে ১৩ হাজার ৮০০ কোটি ডলার। জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশসহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে ১০৭ ট্রিলিয়ন ডলার ঋণী ধনী দেশগুলো। এটি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারের তুলনায় ৭০ গুণ বেশি। সমীক্ষায় ৭০টিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে। 

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, ধনী দেশ, বেসরকারি ঋণদাতা ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচিসহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। ধনী দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। 

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, নতুন প্রতিবেদনটিতে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর ঋণের ফাঁদের চিত্র ফুটে উঠেছে। ধনী দেশের জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋণ র ফ পর শ ধ দশম ক

এছাড়াও পড়ুন:

একশনএইডে ঢাকার বাইরে চাকরি, বেতন ৪৪ হাজার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উখিয়া/টেকনাফে নার্চারিং অব ইয়ুথ ভলান্টিয়ার্স (এনওয়াইভি) প্রকল্পে সেন্টার ইনচার্জ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সেন্টার ইনচার্জ

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অত্যধিক অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা ভাষাসহ স্থানীয় ভাষার সঙ্গে পরিচিতি থাকতে হবে। রিপোর্ট রাইটিং ও ডকুমেন্টেশনে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া/টেকনাফ

বেতন: মাসিক মোট বেতন ৪৪,৪৯০ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনইডকলে একাধিক পদে চাকরি, বেতন আকর্ষণীয়২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • একশনএইডে ঢাকার বাইরে চাকরি, বেতন ৪৪ হাজার