আপনার এই যুদ্ধ শুরু করাই ঠিক হয়নি
Published: 19th, February 2025 GMT
চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছেন ট্রাম্প।
গতকাল মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথাগুলো বলেন।
দুই দেশের কর্মকর্তারা এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে ইউক্রেনকে অংশ নিতে দেওয়া হয়নি, কিয়েভের এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয়, যুদ্ধ শেষ করাসংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, “আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি”। ভালো কথা, আমি বলতে চাই, আপনারা সেখানে তিন বছর ছিলেন। আপনাদের এটা শেষ করা দরকার ছিল।’’
আরও পড়ুনপুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চলতি মাসেই, বললেন ট্রাম্প১১ ঘণ্টা আগেজেলেনস্কির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনার যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। আপনি চুক্তি করতে পারতেন। এখন আমি ইউক্রেনের জন্য একটা চুক্তি করতে পারি।’
রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আলোচনার পর চুক্তিতে পৌঁছার ব্যাপারে নিজে আরও বেশি আত্মবিশ্বাসী বলে জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট বলেন, ‘রুবিও ও লাভরভ চমৎকার আলোচনা করেছেন। তাঁরা এই অসভ্য বর্বরতা বন্ধ করতে চান।’
শান্তিচুক্তি করার জন্য ইউক্রেনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে রাশিয়া। তাঁর প্রশাসন রাশিয়ার এই আহ্বান আমলে নেবে কি না, এমন প্রশ্নের জবাবে কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প বলেন, ‘জেলেনস্কির জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে।’ অন্যদিকে, বিদ্যমান সামরিক আইনের কারণেই দেশটির নির্বাচন স্থগিত রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
আরও পড়ুনইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-রাশিয়া১৮ ফেব্রুয়ারি ২০২৫সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই প্রথম দুই দেশের নেতারা বৈঠকে বসলেন। ১৮ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন কর ছ ন শ ষ কর
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই একটি ট্রাককে পিছনে থেকে দ্রুতগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসান আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত হাসান আলী আলুবাহী ট্রাকের হেল্পার। এ ঘটনায় দুর্ঘটনার শিকার ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় খলসী এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ট্রাকটি সড়কের পাশে রেখে তারা ইঞ্জিন মেরামত করছিল। ওই সময় ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জগামী আরেকটি ট্রাক দ্রুতগতিতে এসে থেমে থাকা ওই ট্রাকে ধাক্কা দেয়। তখন দুটি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে হেল্পার হাসান ঘটনাস্থলেই নিহত হয়। আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি রেখে চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে, দুর্ঘটনার শিকার দুটো ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।”
ঢাকা/লুমেন/টিপু